30 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৯:৪৫ | ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
কপ সম্মেলন থেকে অনেক আশা নিয়ে আমরা নিজ নিজ দেশে ফিরে যাই: তথ্যমন্ত্রী
জলবায়ু

কপ সম্মেলন থেকে অনেক আশা নিয়ে আমরা নিজ নিজ দেশে ফিরে যাই: তথ্যমন্ত্রী

কপ সম্মেলন থেকে অনেক আশা নিয়ে আমরা নিজ নিজ দেশে ফিরে যাই: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, চলমান জলবায়ু সম্মেলনে (কপ-২৭) জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে বিশ্ব রক্ষায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি, আন্তদেশীয় প্রযুক্তির সহযোগিতাসহ নানা ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি। তবে সম্মেলনে বিশ্বনেতাদের যোগ দেওয়াকে আশাব্যঞ্জক বলে মনে করেন তিনি।

মিসরের শার্ম এল-শেখ শহরে গত রোববার এ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত। সম্মেলনে প্রায় ১০০ জন সরকার ও রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে হাছান মাহমুদ শুক্রবার দুপুরে ‘হাই লেভেল ইভেন্ট অন ক্লাইমেট অ্যাকশন’ সেশনে যোগ দিয়ে এসব কথা বলেন।



হাছান মাহমুদ বলেন, ‘এ বছরের সম্মেলনে পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানেরা অংশগ্রহণ করছেন। যেটি প্যারিসে ও কোপেনহেগেনে হয়েছিল। কিন্তু গত কয়েকটি জলবায়ু সম্মেলনে হয়নি।

এটি আশার কথা। কারণ, রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানেরা যখন অংশ নেন, তখন বিশ্বসমাজ, পরিবেশকর্মী ও জলবায়ু পরিবর্তনে আমাদের মতো সবচেয়ে বেশি ভুক্তভোগীদের কথা তাদের কানে যায়।’

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রতিটি কপ সম্মেলন থেকে অনেক আশা নিয়ে আমরা নিজ নিজ দেশে ফিরে যাই। কিন্তু যে আশার বাণীগুলো শোনানো হয়, সে অনুযায়ী পরবর্তী বছরে যথাযথভাবে কাজ হয় না। এবার এর সঙ্গে নতুন অনুষঙ্গ যুক্ত হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ।’

হাছান মাহমুদ বলেন, অনেক আগে থেকেই জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি ও নবায়নযোগ্য জ্বালানি নিয়ে অনেক আলোচনা হয়েছে। কিন্তু বছরে ১০০ কোটি ডলার জলবায়ু তহবিল হিসেবে দেওয়ার কথা ছিল, তা আশাই থেকে গেছে।



তিনি বলেন, ‘আমাদের অন্যতম দাবি ছিল, টেকনোলজি ট্রান্সফার। অর্থাৎ যেসব দেশে এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রযুক্তি নেই, সেসব দেশে প্রযুক্তি সরবরাহ করা। এ বিষয়েও তেমন অগ্রগতি নেই।’

সম্মেলনের পাশাপাশি ১০ ও ১১ নভেম্বর শার্ম এল-শেখে বাংলাদেশ প্যাভিলিয়নে খাদ্য মন্ত্রণালয় আয়োজিত ‘বাংলাদেশের খাদ্যব্যবস্থায় জলবায়ু সহনীয়তা’ ও ওয়াটারএইড আয়োজিত ‘দেশে পানি সরবরাহ ও পয়োনিষ্কাশনের ওপর দুর্যোগজনিত ক্ষতি’ শীর্ষক দুটি সেমিনারে যোগ দেবেন হাছান মাহমুদ।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত