27 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৩:৪৫ | ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
পরিবেশ রক্ষায় সহায়ক বাহন সাইকেল
পরিবেশ গবেষণা পরিবেশ রক্ষা

পরিবেশ রক্ষায় সহায়ক বাহন সাইকেল

পরিবেশ রক্ষায় সহায়ক বাহন সাইকেল

সুস্থ থাকার জন্য আমরা ব্যায়াম করি। সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে সাইক্লিং ও সাঁতার কাটা। সাইক্লিং বা সাইকেল চালোনায় অনেক শারীরিক পরিশ্রম হয় ও ওজন কমাতে ব্যাপক সহায়তা করে। এছাড়া ক্যান্সার, ডায়াবেটিস ও প্রেসারসহ নানা ধরনের রোগের ঝুঁকিও কমায়।

সাইকেল আরোহীদের বেশিরভাগেরই স্বাস্থ্য অত্যন্ত ভালো। সাইকেল চালানো শুধু বাহ্যিকভাবেই ফিট রাখে না, অভ্যন্তরীণভাবেও সুস্থ রাখে। সাইকেল যেমন স্বাস্থ্যের জন্য উপকারী, তেমনি পরিবেশের জন্যও। সাইকেলকে পরিবেশবান্ধব বাহন বলা হয়ে থাকে। স্বাস্থ্য ভালো রাখতে সাইকেল চালানোর অভ্যাসের বিকল্প নেই।

সাইকেলকে বাংলায় দ্বিচক্রযান বলা হয়। বাইসাইকেল ১৯ শতকে উদ্ভাবিত হলেও, সারা বিশ্বে এখন প্রায় ১০০ কোটির মতো লোক বাইসাইকেল ব্যবহার করে। বিশ্বের অনেক দুর্গম জায়গায় এটি এখনো প্রধান পরিবহন মাধ্যম।

যাঁরা সাইক্লিং করে থাকেন তাঁদেরকে সাইক্লিস্ট, বাইকারস বা মাঝে মাঝে বাইসাইক্লিস্টসও বলা হয়। শুধু দুই চাকার সাইকেল নয়, অনেকে শখের বশে এক চাকার সাইকেল, তিন চাকার সাইকেল, চার চাকার সাইকেলও ব্যবহার করে থাকেন।



সম্প্রতি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাইকেল লেন সচল রাখতে ভাঙা হলো লেনের মধ্যে থাকা পুলিশ বক্স। দ্বিতীয় দিনের অভিযানে প্রথম দিনের অভিযানের পর ফের দখল হওয়া ভ্রাম্যমাণ দোকানও উচ্ছেদ করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আগারগাঁওয়ের সাইকেল লেনও দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন এবং ধীরে ধীরে পুরো শহরের যেখানেই রাস্তা আছে সেখানেই ঢাকা উত্তর সিটি করপোরেশন রাস্তার দুই পাশে সাইকেল লেন রাখার পরিকল্পনা করছে।

এটা সাইকেলচালকদের জন্য উত্সাহব্যঞ্জক খবর। ২০১৯ সালের অক্টোবর মাসে আগারগাঁওয়ে সর্বপ্রথম পৃথক সাইকেল লেন উদ্বোধন করা হয়েছিল। সাইক্লিস্টরা বলছেন, মানুষের অসচেতনতাই এভাবে অবৈধ দখলের পেছনের মূল কারণ। অনেকে জানেই না এখানে সাইকেল লেন আছে।

পরিবেশবান্ধব বাহন হিসেবে সাইকেল সারা পৃথিবীতেই জনপ্রিয়। একইসঙ্গে স্বাস্থ্যসম্মত ও সাশ্রয়ী। যানজটের ভোগান্তি থেকে বাঁচতেও জুড়ি নেই সাইকেলের। নেদারল্যান্ডসে সর্বাধিক সংখ্যক সাইকেল ব্যবহার করা হয়। তবে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনকে গণ্য করা হয় সাইকেলবান্ধব শহর হিসেবে।

নরওয়ে, সুইডেন, ডেনমার্ক ও জার্মানিতে সবচাইতে বেশি সাইকেল দেখা যায়। এসব দেশে সাইকেল চালানোর জন্য রাস্তার পাশে পৃথক লেন রয়েছে।

ইদানীং জাপান, চীন, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস বিভিন্ন দেশে অল্প দূরত্বে যাতায়াতের জন্য সাইকেল চালানোকে সরকারিভাবে উত্সাহ দেওয়া হচ্ছে। অফিসযাত্রী কিংবা স্কুল-কলেজে যাওয়ার ক্ষেত্রে বিশেষ সুযোগও দিচ্ছে কোনো কোনো শহর।

অন্য যানবাহনের ক্ষতিকর ধোঁয়া পরিবেশের যে চরম ক্ষতি করে, সাইকেল তার বিন্দুমাত্র করে না। সাইকেল শুধু পরিবেশদূষণ থেকেই আমাদের রক্ষা করে না, কানফাটানো হর্ন থেকেও রক্ষা করে থাকে। সুতরাং আসুন আমরা সাইকেল চালাই এবং পরিবেশ রক্ষা করি।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত