35 C
ঢাকা, বাংলাদেশ
দুপুর ১:৫৮ | ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
জলবায়ু পরিবর্তন চেনে না কোনো ধনী-গরিব
জলবায়ু পরিবেশ গবেষণা

জলবায়ু পরিবর্তন চেনে না কোনো ধনী-গরিব

জলবায়ু পরিবর্তন চেনে না কোনো ধনী-গরিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার নাম শুধু বাংলাদেশ কেন দুনিয়ায় জলবায়ু পরিবর্তন নিয়ে যারা কাজ করেন তাদের অনেকের কাছেই পরিচিত৷ সেই গাবুরার ধনী-গরিব সবাই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের শিকার৷

ওই এলাকার মানুষ ঘূর্ণিঝড় আইলার পর আর দাঁড়াতে পারেনি৷ পানীয় জলের অভাব৷ পুকুরে লবণ পানি ঢুকে গেছে৷ ফসলের ক্ষেতে লবণ পানি ঢুকে ক্ষেত বন্ধ্যা করে ফেলেছে৷

ফসল ফলে না৷ যারা এলাকা ছাড়তে পেরেছেন তারা চলে গেছেন৷ যারা ধনী তারা শহরে গিয়ে বাসা ভাড়া করে থাকছেন৷ যারা গরিব তারাও কোনো না কোনো শহরে গিয়ে বস্তিতে আশ্রয় নিয়েছেন সপরিবারে৷ তারা কাজ হারিয়েছেন৷ জমি হরিয়েছেন৷ ঘরবাড়ি হারিয়েছেন৷ তারা এখন জলবায়ু উদ্বাস্তু৷



দেশের দক্ষিণের জেলাগুলোতে এখন জলবায়ু পরিবর্তনের প্রভাব খুবই সুস্পষ্ট৷ বিশেষ করে উপকূলীয় জেলাগুলোতে পানীয় জলের কষ্ট তীব্র থেকে তীব্রতর হচ্ছে৷ গভীর নলকূপেও পানি পাওয়া যাচ্ছেনা৷

কিছু এনজিও বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করে দিচ্ছে৷ আবার সবাই মিলে দুই-একটি পুকুরের পানি রক্ষা করে তা পানের চেষ্টা করছেন৷ আর এই পানি সংকট নারীদের সবচেয়ে বেশি বিপর্যস্ত করছে৷

কারন তারা পানির অভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারছেন না৷ ফলে নানা রোগে আক্রান্ত হচ্ছেন৷ লবণ পানির কারণে এখন ওইসব এলাকার প্রতি তিনজনে একজন উচ্চ রক্তচাপে আক্রান্ত৷

বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসের নীচে রাখার চেষ্টায় প্রতিটি দেশ তাদের পরিকল্পনা জাতিসংঘে জমা দিয়েছে৷ বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ ২১.৮৫ শতাংশ কমানোর পরিকল্পনা করছে৷

বাংলাদেশ জানিয়েছে, যদি নিঃসরণ কমানোর জন্য বিশেষ কোনো উদ্যোগ না নেওয়া হয় তাহলে ২০৩০ সাল নাগাদ ৪০৯.৪ মিলিয়ন টন গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ করবে৷ তবে পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হলে নিঃসরণ ৩১৯.৯৪ মিলিয়ন টনে নামানো যাবে৷

বছরের পর বছর ঝড়-জলোচ্ছ্বাস বেড়ে যাচ্ছে৷ অকাল বন্যা হচ্ছে৷ সাতক্ষীরার অনেক এলাকা এখন পানির নিচে ৷ নদী, বিল আর পুকুর একাকার হয়ে যাচ্ছে৷ ফসল নেই৷

বাড়ছে নদী ভাঙ্গন৷ আর জলোচ্ছাস বেড়ে যাওয়ায় উপকুলের বেড়িবাঁধ ভেঙ্গে যাচ্ছে৷ ফলে লবণ পানি ঢুকে যেমন চাষের জমি নষ্ট করছে৷ তেমনি মানুষের আশ্রয় হরিয়ে যাচ্ছে৷ যারা কৃষির ওপর নির্ভর করে জীবন চালাতেন তারা আর কাজ পাচ্ছেন না৷ তারা ছুটছেন শহরে৷ কেই সপরিবারে৷ কেউ পরিবার রেখে একা৷



তারা যে শুধু ঢাকায় আসছেন তা নয়৷ তারা বিভাগীয় শহরেও যাচ্ছেন৷ যাচ্ছেন জেলা শহরে৷ যারা পারছেন না তারা বেড়িবাঁধে অস্থায়ী বসতি গড়ছেন৷ নগরের বস্তি এখন গ্রামেও৷ বেড়িবাঁধের উপরে৷

আমার গ্রামের বাড়ি দক্ষিণের একটি জেলায় নদী তীরবর্তী উপজেলায়৷ সেখানে প্রবিছরই বেড়িবাঁধ ভেঙে যায়৷ গত শীতে গিয়ে দেখেছি খেসারির ডালের ক্ষেত হলুদ হয়ে গেছে৷ জানতে পারলাম লবণ পানি ঢুকে এই অবস্থা৷

ধানও আগের মতো আর হয় না৷ নদীর তীরে বানানো গুচ্ছগ্রামের ঘরও পানিতে ভেসে গেছে৷ আর পানির কষ্ট তো আছেই৷ তবে রেইন হারভেস্টিং কিছুটা হলেও পানীয় জলের কষ্ট কমিয়েছে৷

বিশ্বব্যাংকের হিসেবে ২০৫০ সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকুলীয় এলাকার এক কোটি ৩৩ লাখ মানুষ তাদের আবাস্থল হারাবেন৷

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সম্প্রতি এক ভার্চুয়াল সেমিনারে বলেছেন, এরইমধ্যে বাংলাদেশের এক কোটি মানুষ জলবায়ু উদ্বাস্তে পরিণত হয়েছেন৷

বিশ্বব্যাংকের হিসাব বলছে, বাংলাদেশে এখন প্রতিবছর চার লাখ মানুষ শহরে চলে আসছেন স্থায়ীভাবে৷ এই সংখ্যা প্রতিদিন দুই হাজারের মত৷ তাদের মধ্যে শতকরা ৭০ ভাগ জলবায়ু উদ্বাস্তু৷

এই সপ্তাহেই কথা হয়েছে বাগেরহাটের মোংলা উপজেলার একজন পরিবেশ কর্মীর সঙ্গে৷ তিনি স্পষ্ট করেই বলেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ধনী-গরিব দেখছেনা৷ স্বাস্থ্যের ওপর যে নেতিবাচক প্রভাব পড়ছে তা থেকে কেউই রেহাই পাচ্ছেনা৷

তার মতে প্রতিদিনই জলবায়ু উদ্বাস্তু হচ্ছে মানুষ৷ কাজ হারিয়ে কেউ খুলনা যাচ্ছেন৷ কেউ নারায়ণগঞ্জ, কেউ ঢাকা৷ সেখানে কাজ না পেলে রিকশা চালাচ্ছেন৷

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত