24 C
ঢাকা, বাংলাদেশ
ভোর ৫:৩৪ | ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণে মৃতপ্রায় ভোলার বাপ্তা খাল
পরিবেশ দূষণ

অবৈধ ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণে মৃতপ্রায় ভোলার বাপ্তা খাল

অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণে মৃতপ্রায় ভোলার বাপ্তা খাল

ভোলা সদর উপজেলার বাপ্তা খালের পানি ব্যবহার করে প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হতো। কিন্তু এ বছর পানির অভাবে বীজতলা তৈরি করতে পারছেন না কৃষকেরা।

কারণ, এই খাল দখল করে ইচ্ছেমতো সেতু নির্মাণ করা হচ্ছে। ১০ কিলোমিটার লম্বা খালের প্রবেশমুখের দেড় কিলোমিটারের মধ্যে সেতু নির্মাণ করা হচ্ছে ২৪টি। এরই মধ্যে ১৫টি সেতু নির্মাণ করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)। এখন আরও ৯টি সেতু নির্মাণ করছেন স্থানীয় মানুষ।

সেতু নির্মাণ ছাড়াও খালের মধ্যে গড়ে উঠেছে শতাধিক ব্যবসাপ্রতিষ্ঠান। ফলে দখলের কারণে ভরাট হয়ে যাচ্ছে খালটি। নাব্যতা হারিয়ে পানিপ্রবাহ হচ্ছে চরম বাধাগ্রস্ত।



ভোলা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আলী সূজা বলছেন, ‘খাল দখল সম্পূর্ণভাবে বেআইনি। ব্যক্তিগতভাবে খালের ওপর সেতু নির্মাণ পরিবেশসম্মত নয়। শিগগিরই তাঁরা দখলকারীদের উচ্ছেদে নামবেন।’

স্থানীয় পরিবেশবিদেরা বলছেন, সড়ক বিভাগ খালটিকে খনন না করে খালের পাশে সড়ক রক্ষা বাঁধ নির্মাণ করেছে, যা খাল ও সড়ক উভয়ের জন্য হুমকি। বড় ধরনের দুর্যোগ এলে সড়ক বিধ্বস্ত হবে, তখন খালও ভরাট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই খালটি দ্রুত দখলমুক্ত ও খনন করা জরুরি।

ভোলা সদর উপজেলার পরানগঞ্জ-ভোলা-চরফ্যাশন আন্তমহাসড়ক প্রশস্তকরণের কাজ চলমান। এ কাজের অংশ হিসেবে সড়কের দুই পাশে সড়ক সুরক্ষা বাঁধ (গাইড ওয়াল) নির্মাণ করা হচ্ছে।

এ মহাসড়কের পাশ ঘেঁষে বাপ্তা খাল তিনটি শাখায় বিভক্ত হয়ে বাপ্তা ইউনিয়নের জুলেখার বিল, চৌদ্দগড় বিল, সুন্দরখালী বিল, চাঁচড়া বিল ও সুদ্রকান্দি বিলে গিয়ে পড়েছে।



সড়ক বিভাগের ঠিকাদারের শ্রমিক এ দেড় কিলোমিটার খালের মধ্যে তিনটি স্থানে বাঁধ দিয়ে মহাসড়কের দুই পাশে গাইড ওয়াল নির্মাণ করছেন। গাইড ওয়াল নির্মাণ করার কারণে খালের ভেতর আশপাশের মাটি ও ময়লা–আবর্জনা গিয়ে পড়ছে।

খালটির এমন হতশ্রী অবস্থার সুযোগ নিচ্ছেন আশপাশের বাসিন্দারাও। তাঁরা তাঁদের বাড়ির সামনে খালের ওপর ব্যক্তিগতভাবে সেতু নির্মাণ করছেন। খালের তীরের গাছপালা কেটে ও মাটি-বালু ফেলায় ভরাট হয়ে যাচ্ছে খাল। এতে কমে যাচ্ছে খালের প্রস্থ।

সড়ক প্রশস্তকরণ ও গাইড ওয়াল নির্মাণকাজের ঠিকাদার মো. আক্তার হোসেনের ভাষ্য, তাঁদের কারণে খালের যতটুকু ভরাট হয়েছে বা নাব্যতা হারিয়েছে, কাজ শেষে তাঁরা বাঁধের মাটি, বর্জ্য, গাছপালা পরিষ্কার করে দেবেন।

সরকারি-বেসরকারিভাবে খাল দখল করায় খাল শুকিয়ে যাচ্ছে। খালে এখন পানি নেই। এ কারণে জুলেখার বিল, সুন্দরখালী, চৌদ্দগড়, সুদ্রকান্দি ও চাঁচড়া বিল এলাকার চাষাবাদ ব্যাহত হচ্ছে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত