32 C
ঢাকা, বাংলাদেশ
সকাল ১১:০৬ | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
জলবায়ু পরিবর্তন রোধ-সাইকেলের ব‍্যবহার প্রসারে সুবিধা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি
পরিবেশ ও জলবায়ু পরিবেশ রক্ষা

জলবায়ু পরিবর্তন রোধ-সাইকেলের ব‍্যবহার প্রসারে সুবিধা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

জলবায়ুর পরিবর্তন রোধ ও সাইকেলের ব‍্যবহার প্রসারে রাষ্টীয় সুবিধা বৃদ্ধির দাবীতে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য  সাইকেল র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আজ ২ ডিসেম্বর২০২২, সকাল ১০টায় রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা সাইক্লিস্টগণ শহরাঞ্চলে সপ্তাহে একদিন সাইকেল দিবস ঘোষণা, অফিস আদালত, হাট- বাজার, বিপণী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান, বাসা বাড়ীতে, পার্ক ও পাবলিক প্লেসে, রাস্তার মোড়ে মোড়ে/পাশে নিরাপদ সাইকেল পার্কিং স্থাপন, রাস্তার পাশে সাইকেল লেন স্থাপনসহ সমগ্র বাংলাদেশে সাইকেল নেটওয়ার্ক গড়ে তোলা, সহজ শর্ত সাইকেল লোন প্রদান, নারী সাইক্লিস্টদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তণ এবং চলাচলে সুবিধা প্রদান করার দাবীতে গ্রীণ মুভমেন্ট লিমিটেড, গ্রীণ পেইজ এবং বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদ” সহ দেশের জাতীয় ভিত্তিক সমমনা সংগঠনের নেতা-কর্মীর উপস্থিতির মধ‍্য দিয়ে নাগরিক সচেতনতা তৈরিতে বর্ণাঢ্য  সাইকেল র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়।

গ্রীণ মুভমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যাস্হাপনা পরিচালক এবং গ্রীণ পেইজের প্রকাশক মিসেস ফাতেমা জিন্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান বিশিষ্ট নাট‍্য ব‍্যক্তিত্ব লাকী ইনাম।

জলবায়ু পরিবর্তন রোধ-সাইকেলের ব‍্যবহার প্রসারে সুবিধা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি
জলবায়ু পরিবর্তন রোধ-সাইকেলের ব‍্যবহার প্রসারে সুবিধা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ ও পরিবেশ রক্ষায় উৎসাহিত করতে সাইকেল র‍্যালী উদ্বোধন করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রেটারি জেনারেল ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত অর্থ সচিব ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন।



স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং গ্রীণ মুভমেন্ট লিঃ ও গ্রীণ পেইজ এর প্রধান উপদেষ্টা  প্রকৌশলী ও পরিবেশবিদ মোঃ মাহফুজুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে লাকী উনাম বলেন আমরা একটা অসুস্থ পরিবেশে বসবাস করছি। রাস্তায় বের হলেই দেখা যায় চারদিকে ধুঁয়া আর ধোঁয়া, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আর জ্যামের জন্যতো চলাই যায় না, দশ মিনিটের রাস্তা পার হতে আমাদের এক ঘন্টা ব্যয় হয়ে যায়।

অথচ মোটর চালিত গাড়ীর পরিবর্তে যদি সাইকেলের সুযোগ সুবিধা বৃদ্ধি করা যায়, তবে আমাদের পরিবেশ দূষণ যেমন হ্রাস পাবে, তেমনি সকলের সুঠাম ও নিঃরোগ জীবন গড়ে তোলা সম্ভভব হবে। দেশের সর্বত্রসাইকেল সচাচলের সুবিধা বৃদ্ধিতে সাইকেল লেন স্থাপন ও নিরাপদ সাইকেল পার্কিং প্রতিষ্ঠা করা জরুরী হয়ে পড়েছে।

বিজয়ের মাসের ২য় দিনে কেন্দ্রীয় শহীদ মিনার হতে এ ধরণের জাতীয় যৌক্তিক দেশপ্রেমী দাবীতে সাইকেল র‌্যালী আয়োজন করায় আয়োজকদের ধন্যবাদ জানাই এবং এর সাফল্য কামনা করি।

জলবায়ু পরিবর্তন রোধ-সাইকেলের ব‍্যবহার প্রসারে সুবিধা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

সাইকেল র‌্যালীর উদ্ভাধনী বক্তব্যে বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ঝুনা চৌধুরী বলেন, জলবায়ু পরিবর্তণ রোধে কার্বণ নিঃসরণ অবশ্যই আমাদের হ্রাস করতে হবে। আমরা যদি হেঁটে বা সাইকেলে চলাচল করি কার্বন র্গমন কমানোসহ আমরা সুস্থ্য থাকতে পারি।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে গ্রীণ মুভমেন্ট ও গ্রীণ পেইজের প্রধান উপদেষ্টা প্রকৌশলী ও পরিবেশবিদ মোছ মাহফুজুর রহমান বলেন, মানুষের ভোগ বিলাসের সীমাহীন চাহিদা, উচ্চ বিলাসী লালসা, মানব বর্জ্যের অব্যবস্থাপনা এবং শিল্প, যোগাযোগ ও কর্মসংস্থানের নিরিখে উন্নয়ন কর্মকান্ড পৃথিবী নামক এ গ্রহটির অস্থিত্ব আজ হুমকীর সম্মুখীন।



মানব সৃষ্ট এ সকল কর্মকান্ডে গ্রীন হাউজ গ্যাস নির্গমনে বায়ুমন্ডল দূষিত হচ্ছে এবং গ্রীন হাউজ ইফেক্ট এর দরুন বৈশ্বিক তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তাপমাত্রা দ্রুত বৃদ্ধির ফলে মেরু অঞ্চলের বরফ দ্রুত গলে যাচ্ছে, ফলে  সমুদ্রের পানির উচ্চতা ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়ে সমূদ্রে অবস্থিত দ্বীপসমূহসহ সমুদ্র উপকূল ক্রমাগতভাবে তলিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত জলবায়ূ উদ্ভাস্ত হচ্ছে।

জলবায়ু পরিবর্তন রোধ-সাইকেলের ব‍্যবহার প্রসারে সুবিধা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

এতদব্যতীত গ্রীন হাউজ ইফেক্টের কারনে তাপমাত্রা বৃদ্ধিতে বিশ্বের জলবায়ূর দ্রুত পরিবর্তন ঘটছে যার ফলে ঝড়, বৃষ্টি জলোচ্ছাস, ঘূর্ণিঝড়, সুনামী বন্যার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। গ্রীন হাউজ গ্যাসের মধ্যে প্রধান উপাদন হলো CO2, আর বর্তমানে বিশ্বের গ্রীন হাউজের প্রায় ১৭% নিঃসৃত হয় জীবাশ্ম জ্বালানী (পেট্রোল, ডিজেল, অকটেন, কয়লা ইত্যাদি) চালিত মোটর গাড়ী হতে।

অপর পক্ষে বর্তমান পরিস্থিতিতে সারা বিশ্বেই জীবাশ্ম জ্বালানীর চরম সংকট দেখা দিয়েছে এবং  আমাদের দেশকে জ্বালানী সংগ্রহ করতে প্রচুর বৈশিক মুদ্রা ব্যয় করতে হচ্ছে।

অথচ দেশে জীবাশ্ম জ্বালানী চালিত গাড়ীর ব্যবহার হ্রাস করে সাইকেলের মত জ্বালানীবিহীন গাড়ী চলাচলেরর সুযোগ বৃদ্ধি করা হলে একদিকে যেমন গ্রীন হাউজ গ্যাস নির্গমন হ্রাস করে বিশ্বকে আশু ধ্বংসের কবল হতে রক্ষা করা যায়, তেমনি দেশে সুস্থ-সুঠাম দেহের নাগরিক উপহার দেওয়াসহ সাশ্রয়কৃত বৈদেশিক মুদ্রা ব্যবহার করে দেশের নাগরিকদের জন্য খাদ্য ক্রয়সহ চিকিৎসা ও শিক্ষা খাতে ব্যয় বৃদ্ধি করা যায়। তাই দেশের সর্বত্রই সাইকেল চলাচলের সুবিধা বৃদ্ধি সময়ের দাবী।

জলবায়ু পরিবর্তন রোধ-সাইকেলের ব‍্যবহার প্রসারে সুবিধা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত অর্থ সচিব ও বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব পীরজাদা শহীদুল হারুন তাঁর বক্তব্যে বলেন, পরিবেশ দূষণে এ পৃথিবী আজ মারাত্বক হুমকীতে পতিত হয়েছে।



তাই আমাদেরকে আবশ্যই কার্বন নির্গমণ কমাতে হবে। আমাদেরকে একটা দূষণমুক্ত সবুজ পৃথিবী গড়ে তোলার প্রত্যয়ে অগ্রসর হতে হবে। তারই অংশ হিসাবে মোটর গাড়ীর পরিবর্তে জ্বালানী বিহীন গাড়ী তথায় সাইকেল চলাচলের সুবিধা বৃদ্ধি করতে হবে।

কর্সূচীতে জ্ঞাপনে করেন বাংলাদেশ সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মোঃআমিনুল ইসলাম টুববুস। তিনি বলেন, আজকের এ কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও আমাদের এ ধরণের কর্মসূচীতে অংশগ্রহণ করে সাইকেলে চলাচলের জন্য পৃথক সাইকেল লেন স্থাপন ও সর্বত্রই সাইকেল নেটওয়ার্ক গড়ে তোলা এবং সর্বত্র নিরাপদ সাইকেল পার্কিং প্রতিষ্ঠাসহ সাইকেল চলাচলের সূবিধা বৃদ্ধিতে আমাদের দাবীকে বেগবান করতে অংশগ্রহন করতে আহ্বান জানান।

 গ্রীণ মুভমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও ব্যাস্হাপনা পরিচালক এবং গ্রীণ পেইজের প্রকাশক মিসেস ফাতেমা জিন্নাত সভাপতির বক্তব্যে বলেন পরিবেশ দূষণ হ্রাস, জাতীর  সুস্বাস্থ্য গঠণ, যাতায়ত ব্যয় হ্রাস, যানঝট হ্রাসের মাধ্যমে দেশের কর্ম ঘন্টা বৃদ্ধি, দেশের বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে দেশের উন্নয়ন সাধনে দেশের সর্বত্র সাইকেল চলাচলের জন্য রাস্তার পাশে আলাদা সাইকেল লেন স্থাপন, হাট বাজার, স্কুল কলেজ, অফিস আদালতে, রাস্তার মোড়ে মোড়ে নিরাপদ সাইকেল পার্কিং স্থাপন করার জন্য আমাদের দাবী যৌক্তিক ও সময়োপযোগী এবং আশা করছি সরকার দেশ ও পরিবেশের স্বার্থে দ্রুত এ দাবী সমূহ বাস্তবায়নে প্রদক্ষেপ নিবে।

জলবায়ু পরিবর্তন রোধ-সাইকেলের ব‍্যবহার প্রসারে সুবিধা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি


ইহা আমাদের ভবিষ্যত প্রজন্মের কাছে একটি দূষণমূক্ত সবুজ পৃথিবী রেখে যাওয়ার আমাদের যে প্রত্যয় তার বাস্তবায়নকে গতিশীল করবে।ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচীতে সকলের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণ আশাবাদ ব্যক্ত করেন।

পরিবেশ নিয়ে আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ক্যাম্পাস পত্রিকার, প্রধান সম্পাদক ড. এম, হেলাল, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা, লেখক ও গবেষক আর.কিভিস্ট আল আমিন বিন হাসিম, ধানমন্ডি ট্যুরিস্ট সাইক্লিস্টের সভাপতি মোঃ তাহাজ্জত হোসেন, ব্রেইন এন্ড লাইফ হসপিটালের ব্যাস্হাপক ফকরুল হোসেন, ফ্যামেলি সাইক্লিস্টের সভাপতি বিশিষ্ট নৃত্য শিল্পী ও অভিনেত্রী নাহার কনা, ঢাকা সাংস্কৃতিক ফোরামে সাধারণ সম্পাদক মোঃ মুক্তার হোসেন, বিডি ক্লিক এ উপদেষ্টা মোঃ মুসাও সমন্বয়কারী নাজনীন নুরসহ প্রমূখ।

জলবায়ু পরিবর্তন রোধ-সাইকেলের ব‍্যবহার প্রসারে সুবিধা বৃদ্ধির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

কর্মসূচীর শুরুতে এবং ফাঁকে ফাঁকে মনোজ্ঞ নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশণা অনুষ্ঠিত হয়। অতপরঃ সাইকেল র‌্যালী ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে কর্মসূচীর সপ্মপ্তি ঘটে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত