পার্বত্য অঞ্চলে বাঘের অভয়ারণ্য সৃষ্টি করার সুপারিশ সংসদীয় কমিটির
দেশের পার্বত্য অঞ্চলের বনে রয়েল বেঙ্গল টাইগারের জন্য অভয়ারণ্য সৃষ্টি করার সুপারিশ করেছে পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। ওই অঞ্চলের প্রতিবেশ ব্যবস্থা বেঙ্গল টাইগারের উপযোগী কি না, তার সম্ভাব্যতা যাচাই করে দেখতে বলেছে কমিটি।
বুধবার কমিটির সভাপতি আওয়ামী লীগের সংসদ সদস্য (ঢাকা-৯) সাবের হোসেন চৌধুরীর সভাপতিত্বে এক বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির পরের বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে সাবের চৌধুরী বলেন, ‘এক সময় তো রয়েল বেঙ্গল টাইগার সারা বাংলাদেশেই ছিল। এখন কমতে কমতে সংকুচিত হয়ে পড়েছে।
আমাদের রয়েল বেঙ্গল টাইগার এখন কেবল সুন্দরবনে বসবাস করে। এজন্য আমরা ভাবছি পার্বত্য এলাকায় টাইগারের দ্বিতীয় হ্যাবিটেট তৈরি করতে পারি কি না।’
পরবর্তী বৈঠকে মন্ত্রণালয়কে এই সংক্রান্ত রিপোর্ট দিতে বলা হয়েছে, জানান তিনি। তিনি আরো বলেন, ‘মিয়ানমার ও ভারত সীমান্ত থেকে মাঝে মাঝে রয়েল বেঙ্গল টাইগার আমাদের সীমানায় ঢুকে পড়ছে।
ফলে আমরা ওই এলাকা তাদের বাস উপযোগী করতে পারলে সেটা একটি ভালো কাজ হবে।’ পার্বত্য অঞ্চল, চট্টগ্রাম ও কক্সবাজার নিয়ে ট্রান্সবাউন্ডারি করিডোর হচ্ছে বলে তিনি জানান।
সাবের হোসেন বলেন, ‘ট্রান্সবাউন্ডারি করিডোরে পরামর্শক নিয়ে যে অনিয়ম ছিলে তার তদন্ত প্রতিবেদন এসেছে। সেখানে যে কর্মকর্তা দায়ী তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।’