ব্রহ্মপূত্র নদ খননে স্বচ্ছতার দাবি জানিয়ে ময়মনসিংহের নদপাড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন
মো. নজরুল ইসলাম, ময়মনসসিংহ
ব্রহ্মপূত্র নদ খননে স্বচ্ছতার দাবি জানিয়ে ময়মনসিংহের গত ২৫ ফেব্রুয়ারী, ২০২২ তারিখ বিকেলে নদপাড়ে স্বতস্ফুর্তভাবে জনগণের ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেছে বিভিন্ন শ্রেনী পেশার হাজারো মানুষ।
মানববন্ধন থেকে ব্রহ্মপূত্র নদ খননে অর্থ বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন অংশ গ্রহনকারীরা।মানববন্ধনে ময়মনসিংহ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক অ্যাড: মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ঠিকাদার কাজ যদি সঠিকভাবে না করে, বিল করে নিয়ে যাবে এটা হতে পারেনা।
তিনি সরকার ও প্রশাসনের কাছে দাবি জানান, কি কাজ হচ্ছে প্রতি আধা কিলোমিটার পর পর সাইনবোর্ড তা লিখে দিতে হবে।
সরকারের কাছে দাবি জানান বিস্তারিত তথ্য ময়মনসিংহের গণমাধ্যম, রাজনীতিকসহ সমাজের সকলের কাছে তুলে ধরতে হবে। শেখ হাসিনার সরকারের টাকা অপচয় হয়ে যাবে এটা আমাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
এ ছাড়া জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুঞ্জুর মোর্শেদ, জেলা জাসদের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড: নজরুল ইসলাম চুন্নু, জন উদ্যোগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড: আঃ মোতালেব লাল, ময়মনসিংহ বাংলার মুখের যুগ্ম সাধারণ সম্পাদক সারোয়ার জাহান মুকুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ও যুবলীগের সাবেক সাধারন সম্পাদক প্রদীপ ভৌমিক প্রমুখ।