পাবনায় বালু ব্যবসায়ীদের অবৈধ রাস্তা কেটে দিলো প্রশাসন
পাবনার চরভবানীপুর গ্রামে পদ্মার শাখা নদীর প্রবাহ বন্ধ করে রাস্তা তৈরি করেছিল স্থানীয় মাটি ও বালু ব্যবসায়ী সিন্ডিকেট। খবর পেয়ে স্থানীয় প্রশাসন সেখানে অভিযান চালিয়ে অবৈধ রাস্তাটি অপসারণ করেছে। একইসঙ্গে মাটি কাটার একটি এক্সক্যাভেটর মেশিন জব্দ করা হয় অভিযানে।
পাবনা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘হেমায়েতপুর এলাকায় চরভবানীপুর আশ্রয়ণ প্রকল্পের পাশে একটি চক্র মাটি কেটে তা পরিবহণের জন্য পদ্মা নদীতে মাটি ভরাট করে রাস্তা তৈরি করেছিল। বিষয়টি প্রশাসনের নজরে আসায় অভিযান চালিয়ে স্থানীয় গ্রাম পুলিশের সহায়তায় মাটি কেটে নদীর প্রবাহের প্রতিবন্ধকতা অপসারণ করা হয়েছে।’
‘বারবার সতর্ক করার পরেও প্রশাসনের নজরদারি এড়িয়ে কিছু লোক মাটি কাটে। রোববার সকালে জেলা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটায় ব্যবহৃত একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে,’ বলেন ইউএনও।
স্থানীয়রা জানান, প্রভাবশালী একটি মাটি ব্যবসায়ী চক্র চরভবানীপুর গ্রামে পদ্মার শাখা নদী ভরাট করে রাস্তা তৈরি করেছিল। চর থেকে ইটভাটার জন্য মাটি কেটে তা পরিবহণের জন্য এই রাস্তা তৈরি করা হয়েছিল।