31 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৯:৩৮ | ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে
পরিবেশ দূষণ

দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে

দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং পরিবেশ সুরক্ষায় কঠোর উদ্যোগ নেওয়া হয়েছে

মঙ্গলবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন এবং এ মন্ত্রণালয়ের বর্ণিত চ্যালেঞ্জ ও সমস্যা সমাধানে অগ্রাধিকার নির্ধারণ ও যথাযথ উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আমরা ১০০ কর্মদিবসের কর্মপরিকল্পনা ঠিক করেছি।

এ কর্মপরিকল্পনা জনগণের আকাঙ্ক্ষার প্রতি দ্রুত সাড়া দিয়ে মন্ত্রণালয়ের সক্ষমতা, স্বচ্ছতা, জবাবদিহি, সদিচ্ছা এবং অঙ্গীকারের প্রতিফলন হবে। কাজগুলো বর্তমান সরকারের পাঁচ বছরের কর্মকাণ্ডের একটি শক্তিশালী সূচনাসহ পুরো মেয়াদে কাজ করার একটি কাঠামো তৈরি করবে।’

কর্মপরিকল্পনায় বলা হয়েছে, মন্ত্রণালয় ও আওতাধীন দপ্তর/সংস্থার জনবল কাঠামো হালনাগাদের উদ্যোগ নেওয়া হবে।

পরিবেশ ও জলবায়ু বিষয়ে সংশ্লিষ্ট উন্নয়ন সহযোগী, এনজিও এবং সিএসওদের নিয়ে একটি পার্টনারশিপ ফ্রেমওয়ার্কের উদ্যোগ গ্রহণ ও আন্ত মন্ত্রণালয় সমন্বয় বাড়ানোর মাধ্যমে তা বাস্তবায়ন করা হবে।

আসন্ন বাজেটে ‘ক্লিন অ্যান্ড গ্রিন’ থিম অন্তর্ভুক্তির লক্ষ্যে অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডে প্রস্তাব পাঠানো হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কার্যকর পরীবিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।



বায়ুদূষণ নিয়ন্ত্রণ ও কৃষিজমি রক্ষার্থে সরকারি নির্মাণে শতভাগ ব্লক ব্যবহারে সংশোধিত রোডম্যাপ অনুমোদন, প্রতিটি উৎস থেকে সৃষ্ট দূষণ মোকাবেলায় ন্যূনতম একটি করে কার্যক্রম গ্রহণ এবং দূষণ রোধে দেশব্যাপী ন্যূনতম ৫০০ অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

জাতীয় বর্জ্য ব্যবস্থাপনা ফ্রেমওয়ার্ক প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। প্লাস্টিকদূষণ থেকে পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে একবার ব্যবহার প্লাস্টিকের তালিকা প্রণয়ন ও প্রাথমিক তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু এবং এই প্লাস্টিকের উৎপাদন ও ব্যবহার কমানোর পদক্ষেপ নেওয়া হবে।

পণ্য প্রস্তুতকারক ও আমদানিকারকদের পণ্য থেকে সৃষ্ট বর্জ্য সুষ্ঠুভাবে ব্যবস্থাপনার লক্ষ্যে এক্সটেন্ডেড প্রডিউসার রেসপনসিবলিটির খসড়া চূড়ান্ত করা হবে। শিল্প-কারখানার ইটিপি কার্যকরভাবে চালু রাখতে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে অনলাইন মনিটরিং চালু করা হবে।

সচিবালয়ে একবার ব্যবহার প্লাস্টিক ফ্রি (মুক্ত) ঘোষণার উদ্যোগ গ্রহণ এবং অন্যান্য সরকারি অফিসে একই ব্যবস্থা গ্রহণের নির্দেশনা জারি করা হবে।

পাইলটিং আকারে পরিবেশদূষণ রোধে প্রতি বিভাগে দুটি করে একবার ব্যবহার প্লাস্টিকের ফ্রি স্কুল ক্যাম্পাস বাস্তবায়ন এবং উন্নত বর্জ্য ব্যবস্থাপনার লক্ষ্যে প্রতি বিভাগে দুটি করে জিরো ওয়েস্ট ভিলেজ চালু করার কথা বলা হয়েছে কর্মপরিকল্পনায়।

সবুজায়নের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং পাহাড়, টিলা ও প্রাকৃতিক জলাধারের ম্যাপিং করা এবং পরিবেশ ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হবে।

শিল্পপ্রতিষ্ঠান বা প্রকল্পের কার্যক্রমের ব্যাপ্তি ও সৃষ্ট সম্ভাব্য দূষণের পরিধি, মাত্রা এবং পরিবেশ ও মানবস্বাস্থ্যের ওপর সম্ভাব্য ক্ষতিকর প্রভাব বিবেচনা করে শিল্পপ্রতিষ্ঠান ও প্রকল্পের ক্যাটাগরি হালনাগাদ করা হবে।



জবরদখল করা ৫০ হাজার একর বনভূমির উচ্ছেদ প্রস্তাব প্রস্তুত এবং জেলা প্রশাসনের কাছে পাঠানো, এর আগে পাঠানো এক লাখ ৮৭ হাজার একর জবরদখলকৃত বনভূমি উদ্ধারের প্রস্তাব বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

পরিবেশ দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষতিপূরণ আদায় এবং উচ্চ আদালতের রায় যথাযথ বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার বিষয়ে বলা হয়েছে, অর্থবহ ও কার্যকর সহযোগিতার মাধ্যমে পরিবেশ ও জলবায়ুর অভিঘাত মোকাবেলার লক্ষ্যে বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ চূড়ান্ত করা হবে।

ইউনিসেফের উদ্যোগে আগামী এপ্রিলে ঢাকায় অনুষ্ঠেয় ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান (ন্যাপ) এক্সপো আয়োজনের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হবে। মুজিব ক্লাইমেট প্রসপার্টি প্ল্যান বাস্তবায়নের উদ্দেশ্যে কর্মকৌশল প্রণয়ন করা হবে।

জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় প্রস্তাবিত প্রস্তাবগুলো যাচাই-বাছাইয়ের উদ্দেশ্যে গাইডলাইন প্রণয়ন করা হবে। আন্তর্জাতিক লস অ্যান্ড ড্যামেজ ফান্ড থেকে অর্থায়ন প্রাপ্তির লক্ষ্যে উদ্যোগ নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সচিব ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আব্দুল্লাহ হারুন, অতিরিক্ত সচিব (উন্নয়ন) ফাহমিদা খানম এবং পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল হামিদ।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত