28 C
ঢাকা, বাংলাদেশ
সকাল ১১:১০ | ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
জলবায়ু উন্নয়নে এ পর্যন্ত মোট ৫৭ বিলিয়ন ডলারের বেশি তহবিল ঘোষণা: কপ-২৮
জলবায়ু পরিবেশগত অর্থনীতি

জলবায়ু উন্নয়নে এ পর্যন্ত মোট ৫৭ বিলিয়ন ডলারের বেশি তহবিল ঘোষণা: কপ-২৮

জলবায়ু উন্নয়নে এ পর্যন্ত মোট ৫৭ বিলিয়ন ডলারের বেশি তহবিল ঘোষণা: কপ-২৮

জাতিসংঘের জলবায়ু সম্মেলনের প্রথম চার দিনের মধ্যে বিভিন্ন খাত মিলিয়ে মোট ৫৭ বিলিয়ন ডলারের বেশি তহবিল ঘোষণা এসেছে বলে জানিয়েছেন এর সভাপতি সুলতান আল জাবের। বুধবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

এদিকে, কপ-২৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কপ-২৮ এ পর্যন্ত ৫৭ বিলিয়ন ডলারের বেশি অর্থ সংগ্রহ করেছে।

সরকার, ব্যবসা, বিনিয়োগকারী এবং সমাজসেবীরা প্রথম ৪ দিনে ঐতিহাসিক ৮ টি অঙ্গীকারের ঘোষণা দিয়েছে। অর্থ, স্বাস্থ্য, খাদ্য, প্রকৃতি ও শক্তিসহ সমগ্র জলবায়ু এজেন্ডা জুড়ে ঘোষণাগুলো বিশ্বব্যাপী সংহতির শক্তি প্রদর্শন বহন করে।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদীভাঙন, বন্যা, খরা, দাবানল বেশি হচ্ছে। এ কারণে এবারের জলবায়ু সম্মেলনের যথেষ্ট গুরুত্ব রয়েছে।



বৈশ্বিক তাপমাত্রা আগামী ৭ বছরে দেড় ডিগ্রি ছাড়াতে পারে, জীবাশ্ম জ্বালানির মাধ্যমে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ অব্যাহত থাকলে আগামী ৭ বছরের মধ্যে বৈশ্বিক তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যেতে পারে।

দুবাইয়ে চলমান কপ-২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ নিয়ে কর্মপরিকল্পনা ঠিক করার চেষ্টা চলছে। তবে বেশির ভাগ গ্রিনহাউজ গ্যাস নিঃসরণের জন্য দায়ি বড় দেশগুলো তেমন প্রচেষ্টা ঠেকাতে তৎপর।

জলবায়ু বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক জোটের গ্লোবাল কার্বন প্রজেক্টের বার্ষিক মূল্যায়নে বলা হয়েছে, জীবাশ্ম জ্বালানির মাধ্যমে কার্বন ডাই-অক্সাইডের দূষণ গত বছর ১ দশমিক ১ শতাংশ বেড়েছে।

চীন ও ভারতের কার্বন নিঃসরণ ক্রমেই বাড়ছে। এ দুই দেশই এখন যথাক্রমে প্রথম ও তৃতীয় বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশ হিসাবে চিহ্নিত।

জলবায়ু বিজ্ঞানীরা ধারণা করছেন, ২০৩০ সালের মধ্যে একাধিক বছরে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ।

যুক্তরাজ্যের এক্সেটার বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল সিস্টেম ইনস্টিটিউটের প্রধান লেখক পিয়েরে ফ্রিডলিংস্টেইন বলেন, ‘বর্তমান ও ১ দশমিক ৫ ডিগ্রি সীমার মধ্যকার সময় দ্রুত সংকুচিত হয়ে আসছে, তাই ১ দশমিক ৫ ডিগ্রির নিচে বা ১ দশমিক ৫ ডিগ্রির খুব কাছাকাছি থাকার সুযোগ রাখতে আমাদের এখনই কাজ করতে হবে।’

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত