রাজধানীতে দেশের ইতিহাসে প্রথমবারের মত “ক্যাট র্যাম্প শো” অনুষ্ঠিত হতে যাচ্ছে
আগামী ২৪ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিঃ এ দেশে প্রথমবারের মত “ক্যাট র্যাম্প শো”অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর যমুনা ফিউচার পার্কে বিকাল ৩ ঘটিকায় উক্ত শো অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে গত ১৭ ফ্রেরুয়ারী, ২০২৩, সন্ধ্যায় রাজধানীর একটি চাইনিজ রেস্টুরেন্টে বিড়ালপ্রেমীগণ একত্রিত হয়। ক্যাট র্যাম্প শো এর অন লাইন রেজিষ্ট্রেশন করতে ইমেইল করুন – info@catrampshow.com।
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বন রক্ষা ও পশু খাদ্য নিশ্চিত করণে মানুষ ও পশুদের মধ্যে সহানুভূতিপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে এবং প্রাণীদের উপকারিতা সম্পর্কে উপলব্দি সৃষ্টিসহ সকল প্রাণীর প্রতি ভালোবাসা বৃদ্ধি এবং প্রাণীদের প্রতি সহিংসতা ও নির্যাতন রোধে মানুষের মধ্যে সচেতনেতা গড়ে তোলার লক্ষ্যে ইহার আয়োজকরা উক্ত ”ক্যাট র্যাম্প শো” এর আয়োজন করতে যাচ্ছে।
এতদিন যে সকল পশুপ্রেমিরা পশুদের নিয়ে নিঃস্বার্থভাবে দীর্ঘদিন পর্দার আড়ালে থেকে পাড়া-মহল্লায় কাজ করে আসছে, সেই সব পশু প্রেমিকদের একত্র করতে এবং তাঁদের উৎসাহ উদ্দীপনাকে সম্মান জানাতে ও পশুদের অধিকার প্রতিষ্ঠা করতে “শো” আয়োজনের উদ্দেশ্য।
উক্ত অনুষ্ঠানকে বর্ণাঢ্য ও সাফল্যমন্ডিত করার লক্ষ্যে সভায় অংশগ্রহণকারীগণ ও আয়োজকগণ ভলেন্টিয়ার সার্ভিস নিয়ে পর্যালোচনা করা হয় এবং অনুষ্ঠানের জন্য নিযুক্ত ভলেন্টিয়ারগরে সঙ্গেও মত বিনিময় করা হয়।
বিশিষ্ট রসায়নবিদ ও পোষ্যপ্রেমী মো. আলমগীর এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন আমরা ধানমন্ডিনাসীর প্রধান সমন্বয়কারী দিদার হোসেন পাটোয়ারী, বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্টের সভাপতি মোঃ আমিনুল ইসলাম টুববুস প্রমূখ। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য বিশেষ চমক থাকছে এবং সকল অংশগ্রহণকারীদের প্রবেশ ফ্রি রাখা হয়েছে।
উক্ত শোতে অংশগ্রহণকারী ক্যাট লাভারদের জন্য আকর্ষণীয় পুরস্কারের সুব্যবস্থা রয়েছে। ক্যাট র্যাম্প শো এর অন লাইন রেজিষ্ট্রেশন করতে ইমেইল করুন – info@catrampshow.com