চারদিকে নীল পানি, সবুজ বন.নীল আকাশ আর কালো প্রবালের সমষ্টি সত্যিই অনিন্দ্য সৌন্দর্যে ঘেরা বাংলাদেশের ছেড়া দ্বীপ।সেন্টমার্টিন থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে অবস্থিত দ্বীপটি।
এই দ্বীপের পানি এত স্বচ্ছ যে, সমুদ্রের তলদেশের মাছের বিচরণও দেখা যায়। সাদা-কালো অসংখ্য পাথর দেখা যাচ্ছে, এ যেন পাথরের রাজ্য। এত স্বচ্ছ নীল পানি দেখলে যে সাঁতার জানে না, তারও এই পানিতে গোসল করতে ইচ্ছে করে।
এই দ্বীপের আয়তন মাত্র তিন কিলোমিটার।। বিভিন্ন প্রজাতির গাছ-গাছালিতে বনের রূপ ধারন করেছে দ্বীপটি। তবে কেয়া গাছের আধিক্যই বেশি।চারদিকে সাদা-কালো নানা আকারের-রঙের পাথর আর পাথর।জীবিত-মৃতপাথর। সবুজের চারপাশে বালি, আবার বালির চারপাশে প্রবালের বসাবস। এর পরেই সমুদ্রের নীল জগৎ। প্রকৃতির এক অপূর্ব সমাহার। ধাপে ধাপে যেন সাজানো সবকিছু। তবে জোয়ার এলে এই দ্বীপের প্রায় অর্ধেক পানিতে ডুবে যায়।
এখানে পর্যটকদের রাতে থাকার কোন ব্যবস্থা নেই। ১৯৯৭ সাল থেকে এই দ্বীপে একটি মাত্র পরিবার বসবাস করে।