রজার ফেদেরার গ্রেটা থুনবার্গের ‘জেগে উঠুন’ বিদ্রুপে সাড়া দিয়েছে
রজার ফেদেরার গ্রেটা থুনবার্গের ‘জেগে উঠুন’ বিদ্রুপে সাড়া দিয়েছে সাদিয়া নূর পর্সিয়া(৭ম সেমিষ্টার স্টুডেন্ট, ইংরেজী বিভাগ, আইইউবি, ঢাকা) রজার ফেদেরার কিশোর জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থুনবার্গের সমালোচনার জবাব দিয়ে বলেছেন, “তাকে তার দায়িত্ব সম্পর্কে মনে করিয়ে দেওয়ায় তিনি খুশি”। গত সপ্তাহে ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী ফেদেরার সুইডেনবাসীদের তোপের মুখে......