প্লাস্টিক জমিয়ে ইট তৈরি করা গেলে কমে আসবে দূষণ
মেমারির পাল্লা রোডের একটি ক্লাবের সদস্যেরা দেখালেন ব্যবহৃত প্লাস্টিক না ফেলে তা থেকে ইট তৈরি করে । সদস্যেরা জানান, বালির সঙ্গে প্লাস্টিক মিশিয়ে উচ্চ তাপে গলিয়ে পেস্ট করে ছাঁচে ঢেলে তৈরি করা হয়েছে ইট । তাঁদের দাবি এ ভাবে প্লাস্টিক জমিয়ে ইট বা টালি তৈরি করা গেলে কমে আসবে দূষণ......