জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিজমিতে হানা দিয়েছে লবণ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষিজমিতে হানা দিয়েছে লবণ নোয়াখালী শহর থেকে ৪৫ কিলোমিটার পথ পেরোলে সুবর্ণচরের পূর্বচরবাটা ইউনিয়নের চর নঙ্গলিয়া গ্রাম। এ গ্রামকে বলা হয় ধান ও রবিশস্যের ভান্ডার। চর নঙ্গলিয়ার পাশ দিয়ে বয়ে গেছে সরু খাল। পাশেই পিচ ঢালা রাস্তা। সেই সড়কের ধারে ৩০ বছর ধরে তিন একর জমিতে চাষবাস......