কাশফুলে ছেয়ে আছে সাগর ও নদীর মোহনায় গড়ে ওঠা নৈসর্গিক বিহঙ্গ দ্বীপ
চারদিকে টলমল পানি, পাখির কিচিরমিচির আওয়াজ, শুভ্র কাশবন আর সাদা মেঘের ভেলায় অনন্য সৌন্দর্যে ঘেরা রূপসী ‘বিহঙ্গ দ্বীপ’ যেন তার রূপসৌন্দর্যে প্রতিনিয়তই মন্ত্রমুগ্ধ করছে পর্যটকদের।সাধারণত শীতে এর অপূর্ব নৈসর্গিক আর নয়নাভিরাম সৌন্দর্যে বিমোহিত হতে পর্যটকরা এখানে ভিড় জমায়। সাগর ও বলেশ্বর নদের মোহনার সংযোগস্থলে নয়নাভিরাম জলরাশি তার মধ্যবর্তী স্থানে বিশাল......