24 C
ঢাকা, বাংলাদেশ
রাত ১:৫১ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
IUCN-World-Conservation-Congress-2020-postponed
আন্তর্জাতিক পরিবেশ রহমান মাহফুজ

IUCN বিশ্ব কনসারভেশন কংগ্রেস ২০২০- COVID-19 সংক্রমকের কারণে স্থগিত

IUCN বিশ্ব কনসারভেশন কংগ্রেস ২০২০- COVID-19 সংক্রমকের কারণে স্থগিত

রহমান মাহফুজ, প্রকৌশলী, পরিবেশ কর্মী, পরিবেশ এবং পরিবেশ অর্থনৈতিক কলামিষ্ট, সংগঠক এবং সমাজসেবী।

COVID-19 সংক্রমক বিশ্বব্যপী ছড়িয়ে পড়ায় IUCN (International Union for Conservation of Nature) এবং ফ্রান্স সরকার World Conservation Congress 2020 স্থগিত ঘোষণা করেছে। আগামী ১১-১৯ জুন, ২০২০ ফ্রান্সের মার্সাইল শহরে এ কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার তারিখ নিদ্ধারিত ছিল, যা আগামী ৭- ১৫ জানুযারী ২০২১ তারিখে ফ্রান্সের মার্সাইল শহরেই অনুষ্ঠিত হওয়ার নতুন তারিখ নিদ্ধারণ করা হয়েছে।

IUCN Congress

প্রতি ৪ বছর অন্তর অন্তর এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। এ সম্মেলণে বিশ্বের বিভিন্ন সরকার/ রাষ্ট্র, সদস্য সংস্থা, সিভিল সোসাইটি, আদিবাসীসহ প্রায় ১৪০০০ সদস্য এ কংগ্রেসে অংশগ্রহণ করার জন্য মনোনীত হয়।

বিশ্ব পরিবেশ সংরক্ষণ, পরিবেশ বিষেজ্ঞ বিজ্ঞান ভিত্তিক গবেষণা লব্ধ জ্ঞান, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে ব্যবহারিক প্রদ্ধতি বিষয়ের উপর আলোচনা ও নীতি প্রণয়ণে বিশ্বের সকল সংশ্লিষ্ট পক্ষকে এক টেবিলে আনয়ন করাই এই কংগ্রেসের উদ্দেশ্য ও লক্ষ্য।

Basilique Notre-Dame da la Garde (Our Lady of the Guard Basilica) sits atop a hill overlooking the Vieux Port (Old Port) of Marseille, France

উল্লেখ্য যে, IUCN প্রাকৃতি ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে বিশ্বের রাষ্ট্রসমূহ, সিভিল সোসাইটি এবং আন্তর্জাতিক বিশেজ্ঞদের নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। ইহার দাপ্তরিক নাম- International Union for Conservation of Nature and Natural Resources এবং ১৯৪৮ সালে ইহা প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠানটির সদর দফ্তর যুক্তরাজ্যে এবং সারা বিশ্বে এর আঞ্চলিক অফিস রয়েছে। এ প্রতিষ্ঠানটির ১৩০০০ এরও অধিক সদস্য প্রতিষ্ঠান রয়েছে এবং বিশ্বের ১৫০০০ এর অধিক বিশেজ্ঞ এর সাথে সংযুক্ত হয়ে কাজ করছে।



সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান ও বিশেজ্ঞগনের গবেষণা লব্ধ জ্ঞান ও প্রদ্ধতি (knowledge and tools) ব্যবহারের মাধ্যমে পরিবেশের ক্ষতি না করে বা সহাবস্থানে থেকে মানব জাতির উন্নয়ন ও অর্থনৈতিক বিকাশের গতি ঠিক রাখা কিভাবে সম্ভব – তা বিশ্বের কাছে উপস্থাপন করে। ইহাই বিশ্বেব্যাপি প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতিকে নিরাপত্তা প্রদানের গাইড হিসাবে একমাত্র অফিশিয়াল কর্তৃপক্ষ। বর্তমান বিশ্বে চাপের মূখে থাকা প্রকৃতি ও পরিবেশ এবং মানব উন্নয়নে যে বিপরীত মূখী সংজ্ঞাত – ইহার গবেষণালব্ধ জ্ঞান ও প্রদ্ধতি (knowledge and tools) ব্যহারের মাধ্যমে সমাধানে পথ ইহা বাতলে দেয়।

বিশ্ব প্রকৃতির মূল্যায়ন ও সংরক্ষণ, এর ব্যবহারের কার্যকর ও ন্যায়সঙ্গত প্রশাসন নিশ্চিতকরণ এবং জলবায়ু, খাদ্য ও উন্নয়নে- বিশ্বব্যাপী এ সকল চ্যালেঞ্জগুলির প্রকৃতি-ভিত্তিক সমাধান বের করার উপরই ইহা জোর দেয়।
IUCN বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে সারা বিশ্ব জুড়ে মাঠ পর্যায়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন ও পরিচালনা করে এবং সরকার, এনজিও, জাতিসংঘ ও আন্যান্য সংস্থাগুলিকে একত্রিত করে নীতি, আইন এবং সর্বোত্তম অনুশীলনের বিকাশ ঘটায়।

IUCN এর দৃষ্টিভঙ্গি হল প্রকৃতিকে মূল্যায়ন ও সংরক্ষণ করার মাধ্যমে এমন একটি ন্যায়বিচার বিশ্ব ব্যাপি প্রতিষ্ঠা করা। বিশ্বব্যাপি বিলুপ্ত হওয়া, বিলুপ্ত এর পথে থাকা, ধীরে ধীরে বিলুপ্তের দিকে এগিয়ে যাওয়া প্রাণীদের Extinct, Extinct in the wild, Critically Endangered, Endangered, Vulnerable ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরীতে বিভক্ত করে উহার তালিকা Red Book এ সংরক্ষণ করে এবং বিলুপ্ত এর পথে থাকা ঐ সকল প্রাণী কুলের তালিকা প্রণয়নও সংরক্ষণ, বিশ্বব্যাপী ঐগুলোর অবস্থান, বিলুপ্ত হওয়ার কারণ অন্বেষণসহ সেগুলো যথাযথভাবে ও যথাযথ পরিবেশে সংরক্ষণে ব্যবস্থা গ্রহন করে। এ ছাড়াও বিশ্ব প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সকল ক্ষেত্রে কাজ করে বিশ্ব প্রকিৃতি ও পরিবেশ সংরক্ষণে IUCN কাজের ক্ষেত্রগুলো নিন্ম বর্ণিতভাবে বিভক্ত:

Governance and Rights

Landscape of Guilin, China

Marine and Polar

a blue marlin

Nature-based solutions

Mangrove trees on the edge of a lagoon in Tonga.
Societal challenges that Nature-based Solutions address.

Protected Areas

Palau

Science and Economics

DNA

Species

South-western Black Rhino

Water

Lago di Fusini, Italy

World Heritage

Bhitarkanika Conservation Area, India

Global Policy

A map of the Amazon (Red Amazónica de Información Socioambiental Georreferenciada)

Climate Change

Source: IUCN website.

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত