27 C
ঢাকা, বাংলাদেশ
সকাল ৬:৫৯ | ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
গাছ কেটে পৌরসভার সড়ক সম্প্রসারণ
পরিবেশ দূষণ পরিবেশগত সমস্যা মানববন্ধন

গাছ কেটে পৌরসভার সড়ক সম্প্রসারণ

গাছ কেটে পৌরসভার সড়ক সম্প্রসারণ

সড়ক সম্প্রসারণের জন্য টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানের কয়েকটি গাছ কাটার উদ্যোগ নিয়েছে টাঙ্গাইল পৌরসভা। রোববার গাছ কাটা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে একটি পরিবেশবাদী সংগঠন।

পৌরসভা সূত্র জানায়, টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে শহীদ স্মৃতি পৌর উদ্যানের অবস্থান। এর দক্ষিণ পাশ ঘেঁষে রয়েছে ক্লাব রোড। এ সড়কের পূর্ব দিকে ভিক্টোরিয়া রোড থেকে শুরু হয়ে পশ্চিমে কবি নজরুল সড়কে গিয়ে মিলেছে।

ক্লাব রোডটি বর্তমানে ১২ থেকে ১৫ ফুট প্রশস্ত রয়েছে। সড়কটি সম্প্রসারণ করে ২০ ফুট করার উদ্যোগ নিয়েছে পৌরসভা। এ জন্য পৌর উদ্যানের আটটি পুরোনো শীল কড়ইগাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ।

গত শনিবার বেলা ১১টার দিকে পৌরসভার পক্ষ থেকে শ্রমিকেরা গাছ কাটার জন্য শহীদ স্মৃতি পৌর উদ্যানে যান। তাঁরা গাছের ডালপালা কাটতে শুরু করেন। এ সময় পৌর উদ্যানে অবস্থানরত সাধারণ মানুষ তাঁদের বাধা দেন। খবর পেয়ে নাগরিক সমাজের প্রতিনিধি ও পরিবেশ সংগঠনের কর্মীরা উপস্থিত হন। তাঁরা গাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

গাছ কাটায় বাধা দেওয়ার খবর পেয়ে পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক পৌর উদ্যানে আসেন। তিনি জানান, যানজট নিরসনের জন্য ক্লাব রোড সম্প্রসারণ করা প্রয়োজন। এ জন্য একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। সড়ক সম্প্রসারণের প্রয়োজনে কিছু গাছ কাটতে হচ্ছে।



নাগরিক সমাজের প্রতিনিধিরা জেলা প্রশাসনকে গাছ কাটার বিষয়টি অবহিত করেন। জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শিহাব রায়হান পৌর উদ্যানে আসেন। তিনি সরেজমিন ঘুরে দেখেন। পরে গাছ কাটার কাজ স্থগিত রাখার নির্দেশ দেন।

নাট্যকর্মী ও টাঙ্গাইল ক্লাবের যুগ্ম সম্পাদক সাম্য রহমান বলেন, পৌরসভা অবৈধভাবে অনেক বেশি ব্যাটারিচালিত অটোরিকশার লাইসেন্স দিয়েছে। এ জন্য যানজট হচ্ছে। গাছ কেটে সড়ক সম্প্রসারণ করে যানজট নিরসন করা যাবে না। যানজট নিরসন করতে হলে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা কমাতে হবে।

সাংস্কৃতিক কর্মী হেমায়েত হোসেন জানান, তিন দশকের বেশি সময় আগে শহীদ স্মৃতি পৌর উদ্যানের উন্নয়ন করা হয়। তখন এই গাছগুলো লাগানো হয়েছিল। এ গাছ উদ্যানে ছায়া দেয়। এর নিচে গরমে মানুষ বিশ্রাম নেয়। গাছ কেটে সড়ক সম্প্রসারণ করার সিদ্ধান্ত সঠিক নয়। এতে পরিবেশের ক্ষতি করা হবে।

পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক শহীদ মাহমুদ বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যখন বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন, তখন পৌরসভা উন্নয়নের নামে গাছ কাটার উদ্যোগ নিয়েছে। এটা মেনে নেওয়া যায় না। গাছ রক্ষার দাবিতে সোমবার সকালে আমরা পৌর উদ্যানে মানববন্ধন কর্মসূচি পালন করব।’

টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক বলেন, ক্লাব রোড সম্প্রসারণ করা প্রয়োজন। এ জন্য কয়েকটি গাছ কাটতে হচ্ছে। বিভাগীয় বন কর্মকর্তার অনুমোদন নিয়ে কাটার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক স্থগিত রাখতে বলেছেন। তাই গাছ কাটা বন্ধ রাখা হয়েছে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত