28 C
ঢাকা, বাংলাদেশ
সকাল ৮:০৮ | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
সমুদ্রসম্পদ রক্ষায় উপকূলের জনগোষ্ঠীকে একত্র করতে হবে
প্রাকৃতিক পরিবেশ

সমুদ্রসম্পদ রক্ষায় উপকূলের জনগোষ্ঠীকে একত্র করতে হবে

সমুদ্রসম্পদ রক্ষায় উপকূলের জনগোষ্ঠীকে একত্র করতে হবে

সমুদ্রসম্পদ তথা সুনীল অর্থনীতিকে কাজে লাগিয়ে দেশের টেকসই উন্নয়ন করতে হলে উপকূলের জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে হবে। সমুদ্রের দূষণ কমানো, কোরাল রিফ রক্ষা করা এবং পুরো উপকূলজুড়ে ম্যানগ্রোভ বন সৃষ্টি করতে হবে। এজন্য সকল জনগোষ্ঠীকে একসঙ্গে কাজ করতে হবে।



বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘সেভ আওয়ার সি’এর উদ্যোগে “সুনীল অর্থনীতি অর্জনে জনসম্পৃক্ততা” শীর্ষক আলোচনা সভা আয়োজন করে ।

ওশান এক্সপ্লোরার এস এম আতিকুর রহমানের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ড. মুহাম্মদ মোসলেম উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক চেয়ারম্যান ও প্রাণিবিজ্ঞান সমিতির সাবেক সভাপতি অধ্যাপক গুলশান আরা লতিফা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

সেভ আওয়ার সি’র মহাসচিব মুহাম্মদ আনোয়ারুল হকের সঞ্চালনায় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে কনটেইনার ডিপোতে রাখা কেমিক্যালে আগুন লাগার কারণে পরিবেশের ব্যাপক বিপর্যয় হয়েছে।



এর প্রভাব সরাসরি সমুদ্রে গিয়ে পড়বে। সমুদ্র বিভিন্ন সময় বিভিন্নভাবে দূষণের শিকার হচ্ছে। সাগরের জীববৈচিত্র্য হুমকির মুখে। এতে সমুদ্র অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এই দূষণ নিয়ন্ত্রণের জন্য একটি আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা জরুরি বলে মনে করেন বক্তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, সমুদ্র সম্পদ রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এই সম্পদ রক্ষায় টেকসই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

আমাদের জীবন ও অস্তিত্বের জন্য সমুদ্র সম্পদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমুদ্রের সঙ্গে নদীর গভীর যোগসূত্র রয়েছে উল্লেখ করে উপাচার্য আরও বলেন, শিল্প-কারখানাসহ বিভিন্ন কারণে নদীর জলসম্পদ দূষিত হচ্ছে।

এর নেতিবাচক প্রভাব পড়ছে সমুদ্রের ওপর। ফলে সমুদ্রের প্রাণীজগৎ ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে। সমুদ্র সম্পদ রক্ষায় চারপাশের প্রাকৃতিক পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং নদী দূষণ রোধে সচেতন হওয়ার জন্য উপাচার্য সকলের প্রতি আহবান জানান।

অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, সমুদ্র গবেষণায় নোবিপ্রবি ও শানোগ্রাফি বিভাগকে অগ্রগামী ভূমিকা রাখতে হবে এবং এর জন্য প্রশাসনিক সহযোগিতা অব্যাহত থাকবে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত