24 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৮:১৫ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
ইউনিকর্ন ব্ল্যাক হোল
জানা-অজানা

সবচেয়ে ছোট ভরের ব্ল্যাক হোলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা! জানলে অবাক হবেন

সবচেয়ে ছোট ভরের ব্ল্যাক হোলের সন্ধান পেলেন বিজ্ঞানীরা! জানলে অবাক হবেন

ডিজিটাল ডেস্ক: ব্ল্যাক হোল (Black Hole) যাকে বাংলায় কৃষ্ণগহ্বর বলা হয়। আমাদের মহাকাশের মধ্যে এটি এমন এক সর্বগ্রাসী অস্তিত্ব যে তার নিজের ভিতর ধ্বংশ করতে পারে আস্ত নক্ষত্র!

সবসময়ই জ্যোতির্বিজ্ঞানীরা অবাক হয়ে লক্ষ করেছেন এর গতিবিধি ও শক্তিমত্তা। মাত্র বছর দুয়েক আগে ব্ল্যাক হোলের ছবি তুলে হইহই ফেলে দিয়েছিলেন বিজ্ঞানীরা। এবার তাঁরা নতুন করে সন্ধান পেলেন এমন এক ব্ল্যাক হোলের, যাকে মনে করা হচ্ছে ক্ষুদ্রতম একটি ব্ল্যাক হোল। অন্তত এখনও পর্যন্ত যত ব্ল্যাক হোলের সন্ধান পাওয়া গেছে তাদের মধ্যে এর থেকে ছোট কেউ নেই।



গবেষকরা জানাচ্ছেন, এই ব্ল্যাক হোলের শরীরে ঠাসা রয়েছে সূর্যের ভরের ৩ গুণ ভর! ১৫শত আলোকবর্ষ দূরে অবস্থিত এই ব্ল্যাক হোলটিকে বিজ্ঞানীরা ডাকছেন ‘ইউনিকর্ন’ নামে। এই নামকরণের পিছনে অন্যতম কারণ এর অভিনব গঠন। তেমনটাই জানিয়েছেন ওহিও বিশ্ববিদ্যালয়ের গবেষণারত অধ্যাপক থারিন্ডু জয়াসিঙ্ঘে। ‘রয়্যাল অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটি’র জার্নালে প্রকাশিত হয়েছে এই ব্ল্যাক হোলের সম্পর্কে। সেই গবেষণাপত্রটির অন্যতম লেখক জয়াসিঙ্ঘে। ‘ইউনিকর্ন’ একটি নক্ষত্রের সঙ্গে পাক খাচ্ছে। V723 Mon নামের সেই নক্ষত্রটি ‘লাল দৈত্য’ দশায় রয়েছে।

গবেষমাপত্রটির সহ-লেখক ক্রিস স্টানেক জানাচ্ছেন, ব্ল্যাক হোল নানা আকারের ও নানা ধরনের ভরের হতে পারে। কিন্তু মাত্র তিনটি নক্ষত্রের ভরসম্পন্ন এমন ব্ল্যাক হোল তাঁদের চমকে দিয়েছে। কী করে এই ধরনের ব্ল্যাক হোল তৈরি হল, অদূর ভবিষ্যতে তা নিশ্চয়ই জানা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।


প্রসঙ্গত, ব্ল্যাক হোলের সন্ধান‌ পেলে বিজ্ঞানীরা খুবই উত্তেজিত হন। কেননা তার ঘোর কৃষ্ণ শরীরের জন্য তার হদিশ পাওয়া দুস্তর। সাধারণ ভাবে ব্ল্যাক হোল তিন ধরনের। সবচেয়ে বড় ব্ল্যাক হোল (Supermassive black hole), এই অতিভারী ব্ল্যাকহোলকে বলে “অ্যাক্টিভ গ্যালাকটিক নিউক্লিয়াস” (Active Galactic Nucleus – AGN)। যেটি পৃথিবী থেকে ২৬ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত, তার ভর সূর্যের ভরের ৪০ লক্ষ!

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত