32 C
ঢাকা, বাংলাদেশ
রাত ১:৪৫ | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
এক ক্ষুদে পরাসি পরিবেশ কর্মী
আন্তর্জাতিক পরিবেশ

রাফায়েলঃ এক ক্ষুদে ফরাসি পরিবেশ কর্মী

রাফায়েলঃ এক ক্ষুদে ফরাসি পরিবেশ কর্মী

রাসেল চৌধুরী

১১ বছর বয়সেই ধরিত্রীকে রক্ষা করতে চায় পরিবেশকর্মী রাফায়েল: বয়স মাত্র ১১ বছর। এই বয়সেই পরিবেশকর্মী হয়ে উঠেছে ফরাসি শিশু রাফায়েল। রাফায়েল তার ছোট্ট হাতেই রক্ষা করতে চায় ধরিত্রী। ঢাল-তলোয়ার বলতে একটা বড়সড় চুম্বক। যা দিয়ে সে বানিয়েছে বড়শির আদলের যন্ত্র।

পানির তলদেশে থেকে তুলে আনছে ইলেক্ট্রিকসহ বিভিন্ন ধরনের বর্জ্য। চুম্বকের সাহায্যে সমুদ্র তলদেশ থেকে সে তুলছে লোহা, বাইকের ভাঙা অংশ, সাইকেল এমনকি মোবাইল। বড়শির আদলের যন্ত্র দিয়ে সেইন নদী আর প্যারিসের খালে চলে রাফায়েলর বর্জ্য পরিষ্কারের অভিযান।



ক্ষুদে পরিবেশকর্মী রাফায়েল জানায়, এই কাজের মাধ্যমে পৃথিবীর জন্য কিছু করতে চায় সে। যদিও এটা যথেষ্ট নয়। তবে সে বলে, আমার বয়সী যারা বাড়িতে বসে খেলাধুলা করে, তাদের থেকে অন্তত ভালো কাজ করছি। আমার পক্ষে পুরো পৃথিবীর ময়লা পরিষ্কার করা সম্ভব না। তবে যতটা সম্ভব করছি।

মাছ ধরার শখ থেকেই প্রথমে রাফায়েলের মাথায় আসে আইডিয়াটি। ইউটিউব দেখে চুম্বক আর লোহা দিয়ে বানিয়ে ফেলে যন্ত্র। লকডাউনের মধ্যেই শুরু হয় অভিযান। এরইমধ্যে কাজের স্বীকৃতিও পেয়েছে এই ক্ষুদে পরিবেশকর্মী। রাফায়েল জানায়, মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই তার লক্ষ্য।

যাতে তারাও অন্তত কিছু করে। নদী থেকে তাদের ময়লা তুলতে হবে না। রাস্তা থেকেই অন্তত একটা সিগারেটের অংশ তুলে নিক। গত দেড় বছরে নদী আর খালগুলো থেকে সে সংগ্রহ করেছে অন্তত ৩শ বাইক, ২শ স্কুটার এবং ১শ শপিং ট্রলি। রাইফেল, শর্টগান আর বেয়োনেটের মত জিনিসও উঠে এসেছে তার বড়শিতে।



মিলেছে মূল্যবান ক্যামেরা, ঘড়ি এমনকি হীরাও। ইলেকট্রিক স্কুটারগুলো বেশ বিপজ্জনক। এর লিথিয়াম ব্যাটারি পানির নিচেও বিস্ফোরিত হয়। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের এতো খবর আসছে।

কিন্তু এসব ভয়াবহ বিষয়ের দিকে সেভাবে নজর দিচ্ছি না আমরা। এমনটি বলেই ক্ষোভ প্রকাশ করে রাফায়েল। শিশু রাফায়েলের সংগ্রহশালা নিয়ে হতে যাচ্ছে প্রদর্শনী। চলতি মাসেই সেইন নদীর পাড়ে বসবে সেই আয়োজন।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত