30 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৩:৪৯ | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
প্রাকৃতিক দুর্যোগ

মুন্সীগঞ্জের লৌহজংয়ে বন্যা নিয়ন্ত্রণে

প্রতিবছর ভাঙনে ছোট হয়ে আসছে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মানচিত্র। নদীগর্ভে বিলীন হচ্ছে শতশত বসতবাড়ি, স্কুল, মাদ্রাসা-মসজিদ, মন্দিরসহ নানা স্থাপনা ও কৃষি জমি। এতে করে ভাঙন আতঙ্কে দিন কাটাতে হয় পদ্মাতীরবর্তী হাজারো পরিবারকে।

এ বছর বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় চরম আকার ধারণ করেছে নদী ভাঙন। তাই বন্যা ও ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি দিনে দিনে জোড়ালো হচ্ছে। ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের লক্ষে ইতোমধ্যে ৪১৬ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড।

সরেজমিন ঘুরে দেখা যায়, পদ্মার তীরবর্তী লৌহজং উপজেলার কলমা, গাওদিয়া, বেজগাও, লৌহজং, তেউটিয়া, কনকসার, হলদিয়া, কুমারভোগ ও মেদেনি মন্ডল ইউনিয়নের প্রায় অর্ধশতাধিক গ্রামে ভাঙন দেখা দিয়েছে। ইতোমধ্যে এসব ইউনিয়নের পদ্মার চরেরর শতশত বসতবাড়ির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দিরসহ নানা স্থাপনা বিলীন হয়েছে পদ্মায়। শতশত একর কৃষি জমিগুলো হারিয়ে গেছে পদ্মাগর্ভে। একে তো করোনা তার উপর বন্যা এখন নদী ভাঙন এত সব সমস্যা নিয়ে কোন মতে জীবন পার করছে ভাঙন কবলিত এলাকার হাজারো মানুষ। এখানে স্থায়ী একটি বাঁধ নির্মাণ করা না গেলে সময় সাথে সাথে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে লৌহজং উপজেলা।
পদ্মার ভাঙনের শিকার আনিস উদ্দিন এ প্রতিবেদককে বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে পদ্মার ভাঙন দেখা দেয়। এবার বন্যার কারণে ভাঙনের তীব্রতা বেড়েছে কয়েকগুণ। দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণ করা না গেলে ধীরে ধীরে মানচিত্র থেকে হারিয়ে যাবে লৌহজং।

ভাঙনে ক্ষতিগ্রস্ত বাদশাহ জানান, প্রতিবছর পদ্মার ভাঙনের কবলে পরছি। প্রতি বছরই সরকারি কর্মকর্তা নেতা এমপি সবাই বলে বাঁধ নির্মাণ হবে কিন্তু আজ পর্যন্ত আশার আলো দেখলাম না। তাহলে কি আমরা পদ্মার পাড়ের মানুষ এভাবেই নদীগর্ভে হারিয়ে যাবো। সুলতানা আক্ততার ও করিম মোল্লা জানান, পদ্মার সাথে যুদ্ধ করে আমাদের জীবন যাপন করতে হচ্ছে। এভাবে আর কতদিন চলবে। বিগত বছরের তুলনায় এবছর ভাঙনের তীব্রতা অনেক তাই দ্রুত বাঁধ নির্মাণ না করা হলে বাড়িঘর হারিয়ে রাস্তায় উঠতে হবে।

তবে আশার আলো শুনালেন জেলা পানি উন্নয়ন বোর্ডের নিবার্হী প্রকৌশলী টি এম রাসেদুল ইসলাম তিনি বাাংলাদেশ প্রতিদিনকে বলেন, পদ্মার ভাঙন রোধে লৌহজংয়ের শিমুলিয়া থেকে টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় বাজার পর্যন্ত দীর্ঘ প্রায় সাড়ে ৮ কিলোমিটির স্থায়ী বাঁধ নির্মাণের লক্ষ্যে ৪১৬ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। কাজ চলছে আশা করি দ্রুত সুখব পাওয়া যাবে।

আশ্বাস বা প্রতিশ্রুতি নয়, ভাঙন রোধে কার্যকর স্থায়ী সমাধান চান ভাঙন কবলিত মানুষ।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত