30 C
ঢাকা, বাংলাদেশ
ভোর ৫:৪৭ | ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
মামলা দিয়েও বন্ধ করা যাচ্ছে না দেশের বনভূমি দখল
পরিবেশ দূষণ

মামলা দিয়েও বন্ধ করা যাচ্ছে না দেশের বনভূমি দখল

মামলা দিয়েও বন্ধ করা যাচ্ছে না দেশের বনভূমি দখল

পরিবেশবাদীরা মনে করেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূখণ্ডের মোট আয়তনের অন্তত এক চতুর্থাংশ বনভূমি থাকা জরুরি। অথচ আমাদের দেশে বর্তমানে বনভূমির পরিমাণ এই ‘প্রয়োজনের’ তুলনায় অনেক কম।

আর এর পেছনে অন্যতম কারণ দখল। এমনকি দখলের থাবা থেকে বাদ যায়নি সরকারের ঘোষিত ‘সংরক্ষিত বনাঞ্চল’ও। খোদ বন বিভাগই বলছে, দেশের অন্তত ৮৮ হাজার ২১৫ জন সংরক্ষিত বন দখল করেছেন। তাদের দখলকৃত জমির পরিমাণ ১ লাখ ৩৮ হাজার ৬১৩ দশমিক ০৬ একর।



এমন তথ্য থাকলেও বন বিভাগ দখলদারদের বিরুদ্ধে কিছুই করতে পারছে না। জানা গেছে, দখল উচ্ছেদের চেষ্টা করলেই মামলা করে আটকে রাখা হচ্ছে সব কিছু। এক্ষেত্রে কঠোর হওয়ার বিকল্প নেই বলে মনে করছেন পরিবেশবিদরা।

সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বন বিভাগের দেওয়া এক প্রতিবেদনে বন দখলের চিত্রে দেখা যায়, সারা দেশে মোট ১ লাখ ৬০ হাজার ৫৬৬ জন বনের জমি জবরদখল করে রেখেছেন। তাদের দখলকৃত বনভূমির পরিমাণ ২ লাখ ৫৭ হাজার ১৫৮ একর।

এমনকি সংরক্ষিত বন দখলকারীর বন জবরদখলকারীর সংখ্যা ৮৮ হাজার ২১৫ জন। তাদের দখলের পরিমাণ ১ লাখ ৩৮ হাজার ৬১৩ দশমিক ০৬ একর জমি। এরমধ্যে স্থায়ী স্থাপনাসহ প্রতিষ্ঠিত শিল্প প্রতিষ্ঠান বা কল কারখানা ইত্যাদি দিয়ে দখল করা বনভূমি আছে ৮২০ দশমিক ৩৪ একর, আর দখলকারীর সংখ্যা ১৭২ জন।

হাট-বাজার দোকান-পাট, রিসোর্ট বা কটেজ, কৃষি ফার্ম, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিসহ অন্যান্য প্রতিষ্ঠান দিয়ে ৩ হাজার ৩২৯ জন দখল করে আছে ৪ হাজার ৯১৪ দশমিক ৪৩ একর বনের জমি। ব্যক্তি মালিকানাধীন ঘর-বাড়ি, বসতভিটার পরিমাণ ৫৭ হাজার ৬৪১ দশমিক ০৩ একর, দখলকারীর সংখ্যা ৫৮ হাজার ৪০৭ জন।

এছাড়া কৃষি জমি, চারণভূমি, বাগান, লবণ চাষ, পতিত ভূমি ইত্যাদি ব্যক্তি মালিকানাধীন স্থায়ী স্থাপনাবিহীন ৭৫ হাজার ১৯৭ দশমিক ২৬ একর ভূমি দখল করেছেন ২৬ হাজার ৩০৭ জন।



বন অধিদফতর বলছে, এসব দখলদারদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। তাদের হিসাব অনুযায়ী, এখন ১২ হাজার ২১৪ দশমিক ৯৩ একর জমি উদ্ধারে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরমধ্যে পিওআর মামলা করা হয়েছে ৪ হাজার ৯৯২টি, নিম্ন আদালতে দেওয়ানি মামলা আছে ২৪৫টি, উচ্চ আদালতে রিট মামলা করা হয়েছে ৬৮টি, উচ্চ আদালতে আপিল বা মিস মামলা আছে ৩৫টি, জেলা প্রশাসনে প্রেরিত উচ্ছেদ প্রস্তাব দেওয়া আছে ৩ হাজার ৪৪২টি, জেলা প্রশাসন কর্তৃক রুজুকৃত উচ্ছেদ মামলার সংখ্যা ১৩ এবং অন্যান্য হিসেবে আরও ৪ হাজার ৭৫৯টি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বন অধিদফতর জানায়।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত