32 C
ঢাকা, বাংলাদেশ
দুপুর ১২:১৭ | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
সুন্দরবনে গাছ লাগাল কেকেআর
পরিবেশ রক্ষা

ভারতীয় অঞ্চলের সুন্দরবনে গাছ লাগাল কলকাতা নাইট রাইডার্স

পশ্চিমবঙ্গ সুন্দরবনে গাছ লাগাল কেকেআর

বিশ্ব ধরিত্রী দিবসকে পালনে সাম্প্রতিক সময়ে ঘূর্ণিঝড় আম্পানে ব্যাপক ক্ষতিগ্রস্থ বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত সুন্দরবনের পরিচর্যা স্বরূপ পশ্চিমবঙ্গ সুন্দরবনে গাছ লাগাল কলকাতা নাইট রাইডার্স। আম্পানে সুন্দরবনের অনেক গাছ মারা যায় এবং বনাঞ্চল যাতে দূর্বল না হয়ে পড়ে তাই এই গাছ লাগানোর উদ্যোগ।

বঙ্গোপসাগরের উপকূলবর্তী বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দুই জেলা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনাজুড়ে বিস্তৃত সুন্দরবনে গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে ভারতের আইপিএলের দুইবারের (২০১২ ও ২০১৪) শিরোপাজয়ী দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।



এছাড়াও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত সুন্দরবনকে আগের জায়গায় ফিরিয়ে আনতে ৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ নিয়েছেন জুহি চাওলা।

কয়েক বছর আগে থেকেই কেকেআর ‘প্লান্ট অ্যা সিক্স’ প্রকল্প চালু করে। কেকেআরের প্রত্যেক ক্রিকেটারের মারা প্রতিটা ছয়ের জন্য একটা করে চারাগাছ লাগানো হয়েছিল। এবার আবারও গাছ লাগাতে এগিয়ে এলো কলকাতার দলটি।

গত বৃহস্পতিবার বিশ্ব বসুন্ধরা দিবস উপলক্ষে কেকেআরের একটি প্রতিনিধি দল পৌঁছে যায় সুন্দরবনের ভারতীয় অঞ্চলের পাথরপ্রতিমা ব্লকের বিভিন্ন জায়গায়। এই দলে ছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঊষসী সেনগুপ্ত, সমাজকর্মী ঊর্মি বসু, নিউলাইট ও মীর ফাউন্ডেশনের সদস্যরা। তারা সেখানে গিয়ে গ্রামবাসীর মধ্যে চারাগাছ বিতরণ করেন।

চলতি আইপিএলে সুবিধাজনক অবস্থানে নেই কেকেআর। নিজেদের প্রথম চার ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে সাকিব-আন্দ্রে রাসেলদের নিয়ে গড়া কেকেআর। শিরোপার লড়াইয়ে থাকতে হলে তাদের পরবর্তী ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প নেই।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত