40 C
ঢাকা, বাংলাদেশ
দুপুর ২:৩২ | ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে জাতীয় পরিবেশ উৎসবের আয়োজন
পরিবেশ রক্ষা

পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে জাতীয় পরিবেশ উৎসবের আয়োজন

পরিবেশ সচেতনতা বৃদ্ধি করতে জাতীয় পরিবেশ উৎসবের আয়োজন

শিক্ষার্থীদের মাঝে পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধি করতে জাতীয় পরিবেশ উৎসবের আয়োজন করা হয়েছে। দেশের সর্ববৃহৎ এ আয়োজনে প্রথম দিনেই ছয়টি ক্যাটাগরিতে অংশ নিয়েছে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় এক হাজার শিক্ষার্থী।

শিক্ষার্থীদের জন্য এই উৎসবে রয়েছে পরিবেশবিষয়ক অলিম্পিয়াড, কুইজ, চিত্রাঙ্কন, ব্যবসায়িক উদ্যোগ, প্রকল্প, দেয়ালপত্রিকা, চলচ্চিত্র প্রদর্শনী, কর্মশালাসহ ১৫টিরও বেশি আয়োজন।

রবিবার (২১ আগস্ট) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শুরু হওয়া জাতীয় পরিবেশ উৎসবটি চলবে দুদিন। দুই দিনব্যাপী এ উৎসবে দুইশোর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের দেড় হাজারের মতো শিক্ষার্থী নিবন্ধন করেছেন।



এর মধ্যে প্রথম দিনই ৮০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন। পরিবেশ সচেতনতার একাধিক ইভেন্টে অংশ নিয়ে রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী হুমায়রা নিশাদ লুবাবা বলেন, পরিবেশ নিয়ে বেশকিছু ইভেন্ট এখানে রয়েছে।

এর মধ্যে কয়েকটা ইভেন্টে আমরা অংশ নিয়েছি। এ উৎসবে পরিবেশকে কীভাবে রক্ষা করা যায় সে বিষয়ে খুব চমৎকার আয়োজন করা হয়েছে।

পরিবেশবান্ধব নগরপ্রকল্প প্রদর্শনীতে অংশ নেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সামিন হাসান ও ইকরাক জামান। এ বিষয়ে ইকরাক জামান বলেন, আমরা জানি পরিবেশবান্ধব নগর পরিকল্পনার অভাবে নগরে বসবাস করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। তাই এ পরিকল্পনা নিয়েই উৎসবে অংশগ্রহণ করেছি।

শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মম বলেন, দ্বিতীয়বারের মতো এই উৎসবে অংশগ্রহণ করেছি। পরিবেশ নিয়ে সচেতনতার জন্যই এটা করেছি। উৎসবটিতে অংশ নিয়ে বেশ ভালো লাগছে। অনেকেই অনেকভাবে পরিবেশকে এখানে উপস্থাপন করেছে।

লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রহমত উল্লাহ বলেন, পরিবেশ বিষয়ে সচেতনতার এই অনুষ্ঠানে অংশ নিয়ে ভালো লাগছে। অংশ নেওয়া সবাই পরিবেশের বিভিন্ন বিষয় এখানে তুলে ধরেছে।

পরিবেশকে কীভাবে দূষণমুক্ত রাখা যায় সে বিষয়ে এখানে সচেতনতার কথা বলা হয়েছে। অনেকে দেয়ালপত্রিকা, নগর পরিকল্পনা প্রকল্পে পরিবেশ নিয়ে চমৎকারভাবে তাদের পরিকল্পনা তুলে ধরেছে।



ইউথপ্রেনার নেটওয়ার্কের সভাপতি খন্দকার আবদুল্লাহ বলেন, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে পরিবেশ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতার জন্যই এ ধরনের আয়োজন। শিক্ষার্থীদের বেশ সাড়া পেয়েছি প্রথম দিনই। প্রায় ৯০০ এর বেশি শিক্ষার্থী বিভিন্ন ইভেন্টে অংশ নিয়েছে।

অনুষ্ঠানের মিডিয়া পার্টনার আরএফএল গ্রুপের সহযোগী টেল প্লাস্টিকসের নির্বাহী পরিচালক কামরুল হাসান বলেন, পরিবেশদূষণ রোধে উন্নয়ন তহবিল গঠন করেছি। সেই তহবিল পরিবেশের উন্নয়নে ব্যয় হচ্ছে। পরিবেশবান্ধব কাজে সচেতনতা তৈরি করতে আমরা এ কাজগুলো করছি। আমাদের এ সহযোগিতা অব্যাহত থাকবে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত