26 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৩:০৫ | ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং ছাদবাগান করতে হবে
পরিবেশ রক্ষা

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং ছাদবাগান করতে হবে

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং ছাদবাগান করতে হবে

আমাদের দেশকে ছয়ঋতুর দেশ বলা হয়ে থাকলেও কালের বিবর্তনে তা এখন কাগজে কলমে আছে, বাস্তবে নাই। দেশে সবচেয়ে বেশি গরম পড়ছে এই বছর। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ, সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন চরম কষ্টের মধ্যে যাচ্ছে, এমনকি প্রচণ্ড গরমে রেললাইন বেঁকে গিয়েছে।

সারা বিশ্ব এই গরম ও জলবায়ু পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এখন এ সমস্যার সমাধানের জন্য বিপুল গাছপালা লাগাতে। তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য উৎপাদনও ব্যাহত হচ্ছে। আমাদের প্রধানমন্ত্রী অনেক আগেই ঘোষণা দিয়েছেন, আবাদি জমির এক ইঞ্চিও যাতে খালি না থাকে।



কিন্তু দেশের জনসংখ্যা অনুযায়ী জমি অনেক কম। দিন দিন ফসলি জমি কমে যাচ্ছে, তারপর আবহাওয়া পরিবর্তনে প্রচণ্ড গরম, এই এসবের মোকাবিলা করার জন্য প্রতিটি নাগরিকের সচেতনতা দরকার।

এখানে এগিয়ে আসতে হবে সিটি করপোরেশানগুলোকেও। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশের প্রতিটি বাড়ির ছাদ সবুজময় করতে হবে। বাড়ির ছাদে বিভিন্ন প্রজাতির ফলজ, ওষধি গাছ লাগানো ও সবজির বাগান করলে একদিকে খাদ্যর চাহিদা যেমন মিটবে তেমনি প্রচণ্ড গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে মানুষ।

ফ্লাইওভার ও সড়কে নানা স্থাপনার নিচে ওপরে বিভিন্ন প্রজাতির গাছ লাগিয়ে সবুজায়ন করা যায়। চীনসহ অনেক দেশে এমনটি দেখা যায়। এতে সড়কগুলো দেখতে অনেক সুন্দরও হয়, তাপমাত্রা কমাতেও সহায়তা করে।

দেশে ও শহরে খালি জায়গায় বৃক্ষরোপণের উদ্যোগ নিতে হবে। গ্রামে ইউনিয়ন পরিষদ ও বন বিভাগের উদ্যোগে খালি জায়গায় বৃক্ষরোপণ করতে হবে।

শহরে অনেক বাড়ির মালিকের ছাদবাগান করার ইচ্ছা আছে, কিন্তু বিভিন্ন উপকরণ জোগাড় করা ও কীভাবে করতে হবে না জানার কারণে সম্ভব পর হয়ে উঠে না। তাই সিটি করপোরেশনের উদ্যোগে একটি টিম গঠন করা যেতে পারে, যারা এ বিষয়ে নগরবাসীকে সহায়তা দেবে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত