24 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৮:৪১ | ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
ভারতের সর্বত্র পরিবেশবান্ধব ঘর-বাড়ি র্নিমাণের প্রবণতা বাড়ছে
আন্তর্জাতিক পরিবেশ পরিবেশ গবেষণা

ভারতের সর্বত্র পরিবেশবান্ধব ঘর-বাড়ি র্নিমাণের প্রবণতা বাড়ছে

ভারতের সর্বত্র পরিবেশবান্ধব ঘর-বাড়ি র্নিমাণের প্রবণতা বাড়ছে

কভিড-১০ করোনা সংকটের ফলে লকডাউনে ঘরবন্দি মানুষ নিজস্ব চার দেওয়াল ভিতরের পরিবেশ পরিকল্পনার গুরুত্ব বুঝতে শুরু করেছে৷ ভারতের এক স্থপতি নীলাঞ্জন ভোয়াল পরিবেশবান্ধব, ব্যয় সাশ্রয়ী ও আরামদায়ক ভবনের নক্সা করে সেই প্রবণতায় ব্যাপক অবদান রাখছেন।

নতুন দিল্লিতে নিচু থেকে মাথা তুলে তাকাল বা বিমান ও হেলিকপ্টার অথবা স্যাটেলাইটের চোখ দিয়ে তাকালেই আধুনিক বহুতল অট্টালিকা ও অত্যন্ত খারাপ পরিকল্পনা প্রসূত নির্মাণের উদাহরণ অহরহ চোখে পড়বে৷ জলবায়ু সংক্রান্ত বিতর্কের ক্ষেত্রে ভবনের কার্বন নির্গমনের বিষয়টিকে সাধারণত মারাত্বকভাবে অবহেলা করা হয় এবং শুধু ভারতেই ভবন ও সেগুলির নির্মাণের কারণে প্রায় চল্লিশ শতাংশ কার্বন নির্গমন ঘটে বলে অনুমান করা হয়।

স্থপতি হিসেবে নীলাঞ্জন ভোয়াল গত বিশ বছরেরও বেশি সময় ধরে টেকসই ও কার্যকর ভবনের ডিজাইন করে চলেছেন। তাঁর মতে, বর্তমানে এমন ভবনের প্রয়োজনীয়তা অনেক বেড়ে গেছে যেখানে পরিবেশের হুমকী না হয়ে পরিবেশবান্ধব হবে।

কিন্তু ‘গ্রিন বিল্ডিং’ ডিজাইনের সংজ্ঞা সম্পর্কে এখনো অনেক বিভ্রান্তি রয়ে গেছে বা যে যেমন খুশী ব্যাথ্যা করছে। নীলাঞ্জন বলেন, ‘‘মানুষের সবচেয়ে বড় ভুল ধারণা হলো, গ্রিন হোম বলতে আসলে অনেক সবুজ গাছভরা একটা বাসা কে মনে করা হয়। আরো মনে করা হয় যে, প্রচুর গাছপালা, ঘাস লাগালেই ভবনটি সবুজ হয়ে যাবে৷

আসলে কিন্তু সেটা একেবারেই ঠিক নয়৷ গ্রিন বিল্ডিং তখনই পরিবেশবান্ধব হয়ে ওঠে, যখন প্রকৃতিকে শ্রদ্ধা করে পুনর্ব্যবহারযোগ্য সম্পদ ব্যবহার করা হয়, জঞ্জাল ও সম্পদের ব্যবহার কমানো হয় এবং অনেক উপাদান পুনর্ব্যবহার করা হয়৷’’



নতুন দিল্লি শহরে ভোয়ালের একটি ডিজাইন ভারতের প্রথম পাঁচতারা ‘সবুজ’ আবাসনের স্বীকৃতি পেয়েছে৷ ‘গ্রিন ওয়ান’ নামের ভবনটি যতটা সম্ভব পরিবেশবান্ধব করে গড়ে তোলা হয়েছে৷ বড় বড় জানালার দৌলতে ঘরে অনেক আলোবাতাস ঢোকে৷ ভারতে অপেক্ষাকৃত নতুন ‘ডবল গ্লেজিং’ প্রযুক্তি কাজে লাগিয়ে ভবনটিকে ইনসুলেট করা হয়েছে৷ ফলে গ্রীষ্মকালের তীব্র উত্তাপ সত্ত্বেও ভেতরটা ঠাণ্ডা থাকে৷

ভবনটি পুনর্ব্যবহারযোগ্য জ্বালানিও উৎপাদন করে এবং বৃষ্টির পানি জমা করে৷ ফলে প্রায় ৭৫ শতাংশ পানির চাহিদা মেটানো যায় এবং বিদ্যুতের ব্যবহারও অনেক কমানো যায়৷ এভাবে নির্মাণের ফলে নির্মাণ ব্যয় বেশি হলেও দীর্ঘমেয়াদী ভিত্তিতে প্রকৃতির সাথে মিশে থাকা সম্ভব হয়।

নীলাঞ্জন ভোয়াল আরো বলেন, ‘‘আমার মতে, দশ থেকে পনেরো শতাংশ বেশি ব্যয় হলেও সামগ্রীক ভাবে সবাই এর সূফল ভোগ করে। ৫ বছরের মধ্যে টাকা উঠে আসে এবং তারপর কার্যত বিনামূল্যেই সবকিছু চলে৷ অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম এবং পরিবেশকে আপনি সম্পদ ফিরিয়ে দিচ্ছেন৷ এবার আমরা ‘জিরো কার্বন’ লক্ষ্যমাত্রা পূরণের পথে এগোচ্ছি৷ এমন ভবন, যেখানে কার্বন নির্গমনের তুলনায় আরও বেশি ফিরিয়ে দেওয়া হবে। বর্তমানে এমন সমাধানসূত্রের প্রয়োজন।’’

বর্তমানে ভারতে প্রায় চৌদ্দ লাখ আধুনিক ‘সবুজ’ ভবন রয়েছে. যা আবাসন ক্ষেত্রের মাত্র ৫ ভাগ। ভারতীয় সবুজ ভবন পরিষদ আগামী ২ বছরের মধ্যে সংখ্যাটি ১০ শতাংশ পর্যন্ত বাড়ানোর আশা করছে৷ কিছু রাজ্য সরকার পরিবেশবান্ধব নির্মাণ পদ্ধতির ক্ষেত্রে ছাড় দিতেও শুরু করেছে৷

তবে ভারতের গ্রামাঞ্চলে হাতে করে যে অসংখ্য বাড়িঘর তৈরি করা হয়, বা মাটির যে বাড়ীগুলো র্নিমাণ করা হয় সেগুলি এই তালিকায় স্থান পায় না৷ এমন ঘরবাড়ি অবশ্য প্রায়ই যথেষ্ট পরিবেশবান্ধব হয়।

নীলাঞ্জন বলেন, ‘‘আমরা সবসময়ে আমাদের পুরানো কাঠামো থেকে প্রেরণা পাই। অতীতে আমরা যেভাবে বাড়িঘর তৈরি করতাম, সেই প্রাকৃতিক পদ্ধতিতে সেরা কাঠামো গড়ে উঠতো। আমরা সেই পদ্ধতিকে আধুনিক যুগের উপযোগী করে তুলছি, যাতে আধুনিক প্রযুক্তি কাজে লাগিয়ে সেই সব উপাদান কাজে লাগানো যায়। আজকের দিনে সেগুলি প্রাসঙ্গিক ও রক্ষণাবেক্ষণের উপযোগী হয়ে উঠবে।’’

নীলাঞ্জন ভোয়াল ২০০০ সালে নিজের বাসভবনেরও সংস্কার করেন। ঐতিহ্যবাহী ও পরিবেশবান্ধব প্রক্রিয়া থেকে তিনি প্রেরণা পেয়েছিলেন। এর দৃষ্টান্ত তুলে ধরে তিনি বলেন, ‘‘টয়লেটে ব্যবহৃত সব ভাঙা টাইলস আমি ব্যবহার করেছি৷ অর্থাৎ যা কিছু ভাঙা হয়েছে, সেগুলি নক্সা হিসেবে ব্যবহার করা হয়েছে৷ বেশিরভাগ টাইল রঙিন হওয়ায় সেগুলি উত্তাপ প্রতিফলন করে৷’’

বর্তমানে আরও মানুষের হাতে প্রাথমিক বিনিয়োগের জন্য অর্থ রয়েছে৷ পরিবেশের উপর নিজস্ব সিদ্ধান্তের প্রভাব সম্পর্কেও ভারতে সচেতনতা বাড়ছে। নীলাঞ্জন ভোয়াল মনে করেন, ‘‘টেকসই পদ্ধতি সম্পর্কে সচেতনতা নিজের ঘর থেকেই শুরু করতে হবে বলে আমি বিশ্বাস করি। আগে পরিবেশবান্ধব জীবনধারা, তারপর গ্রিন বিল্ডিং।

আমার মতে, সেই সচেতনতা আসছে। মহামারি থাকুক বা না থাকুক, এই মনোভাব বাড়বে৷ আমি নিশ্চিত, যে কোভিড-পরবর্তী পরিস্থিতিতে ঘরবাড়ি আরও সহজসরল করে তোলার চাহিদা আরও বাড়বে। এখনই গ্রাহকদের কাছ থেকে আরও পরিবেশবান্ধব পদক্ষেপের অনুরোধ আসছে। গাছপালা লাগিয়ে পরিবেশ দূষণ সামলানোর তাগিদও বাড়ছে৷’’

ভবিষ্যতে ভারত কি গ্রিন বিল্ডিংয়ে ভরে যাবে? নীলাঞ্জন ভোয়ালের মতো স্থপতির মনে এমন আশাই কাজ করছে। তাঁরা এ ক্ষেত্রে নিজস্ব অবদান রাখতে প্রস্তুত৷

লুইসে অসবোর্ন/এসবি

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত