31 C
ঢাকা, বাংলাদেশ
বিকাল ৪:২৮ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
প্রাকৃতিক পরিবেশ

দুয়ার খুলে দিচ্ছে মালদ্বীপ, জুলাই থেকে বিধিনিষেধ ছাড়াই  ভ্রমণের সুযোগ 

করোনাভাইরাস মহামালীর কবলে পড়ে বিশ্বের প্রায় সকল পর্যটন কেন্দ্রগুলো বন্ধ পড়ে রয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন থেকে অনেক দিন হলো মানুষ বঞ্চিত রয়েছে। এরই মধ্যে মালদ্বীপ ঘোষণা দিয়েছে তাদের দুয়ার খোলার।

করোনাভাইরাস মহামারির পরিপ্রেক্ষিতে ফেস মাস্ক ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখাসহ মৌলিক সুরক্ষা ব্যবস্থা প্রত্যেকের জীবনে নতুন স্বাভাবিকতায় পরিণত হয়েছে। এসবের অর্থ, আগামীতে বেড়ানো আগের মতো হবে না। তবে নালাডু প্রাইভেট আইল্যান্ড মালদ্বীপ সব দুশ্চিন্তার অন্যরকম সমাধান এনেছে।

বিলাসবহুল সামাজিক দূরত্বের জন্য মালদ্বীপের সাউথ মালে অ্যাটল দ্বীপে অবস্থিত রিসোর্টটি পুরোটাই চাইলে ভাড়া নেওয়া যাবে। এজন্য প্রতি রাতে গুনতে হবে ৩৫ হাজার ডলার (৩০ লাখ টাকা)! তবে একই ব্যক্তি কিংবা দলকে টানা তিন দিনের বেশি ভাড়া দেওয়া হবে না।

টাকার অঙ্ক বিশাল হলেও একসঙ্গে ৫০ জন অতিথি থাকতে পারবেন। চেনাজানার মধ্যে অর্ধশত ভ্রমণসঙ্গী একত্র হয়ে এই দ্বীপ ভাড়া নেবেন বলে আশা করা হচ্ছে। সেক্ষেত্রে প্রত্যেকের ভাগে পড়বে ৭০০ ডলার (৬০ হাজার টাকা)। তিন দিনে তা দাঁড়াবে ১ লাখ ৮০ হাজার টাকা। মালদ্বীপে ভ্রমণের স্বাদ নেওয়ার বেলায় এই অঙ্ক বেশ সাশ্রয়ী বলা চলে। ফলে একদিক দিয়ে এটি সুবর্ণ সুযোগ!

নালাডু প্রাইভেট আইল্যান্ড মালদ্বীপে আছে সমুদ্রের ধারে বালিয়াড়ি-ঘেরা ২০টি ঘর। এখানে অতিথিরা সব ধরনের সুবিধা পান। এ তালিকায় উল্লেখযোগ্য— বিশ্বমানের খাবার, মনোরম সৈকত, বিলাসী স্পা, ২৪ ঘণ্টা আলাদা খানসামা, প্রতি ঘরে পৃথক পুল, সবুজ বন, সূর্যস্নানসহ অনেক কিছু।

প্যাকেজে আরও রয়েছে রিসোর্টের রেস্তোরাঁয় নিজের পছন্দমাফিক মেন্যু দিয়ে সকালের নাশতা, একদিন প্রমোদতরীতে ভ্রমণ, কাছের দ্বীপগুলোর রিসোর্টে ভ্রমণ। এছাড়া আছে বিভিন্ন ধরনের জলক্রীড়া, দ্বীপ ভ্রমণ, স্নোর্কেলিং ও সার্ফিংয়ের সুযোগ।

এদিকে বিদেশি পর্যটকদের জন্য নিজেদের দুয়ার খুলে দিচ্ছে মালদ্বীপ। আগামী মাস (জুলাই) থেকে কোনও ধরনের বিধিনিষেধ ছাড়াই পর্যটকরা দেশটিতে ভ্রমণের সুযোগ পাবেন। তাদের কোভিড-১৯ নেগেটিভ প্রমাণে মেডিক্যাল সনদ উপস্থাপনের প্রয়োজন নেই। অতিথিদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া হবে না।

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত মার্চে সীমান্ত বন্ধ করে মালদ্বীপ। তবে গত মাসে ধাপে ধাপে সীমান্ত খোলার ঘোষণা দিয়েছে দেশটি। গত ৩০ মে মালদ্বীপ পর্যটন বোর্ড জানায়, জুলাই থেকে ভ্রমণে আর বাধা থাকবে না। পর্যটকদের বাড়তি পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে না। এছাড়া তাদের জন্য কোয়ারেন্টিন বাধ্যতামূলক নয়।

তথ্যসূত্র: ট্রাভেল অ্যান্ড লেইজার

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত