31 C
ঢাকা, বাংলাদেশ
বিকাল ৪:৪৩ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
প্রাকৃতিক দুর্যোগ

জোয়ারে ভাসছে উপকূল, হঠাৎ বন্যায় ভোগান্তিতে মানুষ

ঘূর্ণিঝড় আম্পানের চেয়েও উঁচু জোয়ারে দেশের উপকূলের বেশির ভাগ জেলা প্লাবিত হয়েছে। এতে বরিশাল ও খুলনা বিভাগের অনেক এলাকায় বাঁধ ভেঙে পানি ঢুকেছে। বাড়িতে জোয়ারের পানি ওঠায় কয়েক লাখ মানুষ উঁচু স্থানে আশ্রয় নিয়েছে। পূর্বপ্রস্তুতি না থাকায় হঠাৎ এই বন্যায় ভোগান্তিতে পড়েছে মানুষ।

দুই দিন ধরে চলা এই প্লাবনকে স্বল্পস্থায়ী বন্যা বলছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তারা বলছে, আজ রোববারের মধ্যে এই পানি নামতে শুরু করবে। কাল সোমবারের মধ্যে পানি পুরোপুরি নেমে যাবে। এই সময়ের মধ্যে বৃষ্টিও কমে আসতে পারে। ৫৬ দিন ধরে উজান থেকে আসা ঢলের পানিও এই সময়ের মধ্যে পুরোপুরি নেমে যেতে পারে।

এ ব্যাপারে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, গত বৃহস্পতিবার থেকে বঙ্গোপসাগরে আবহাওয়ার তিনটি বৈরী রূপ একসঙ্গে তৈরি হয়েছে। প্রথমত, মৌসুমি বায়ু হঠাৎ করে শক্তিশালী হয়ে উঠেছে। ফলে একই সঙ্গে দমকা বাতাস ও প্রচুর মেঘ তৈরি হয়ে বৃষ্টি ঝরাচ্ছে।

দ্বিতীয়ত, বঙ্গোপসাগরে ১০ দিনে পরপর দুটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়েছে। বৃহস্পতিবার থেকে তৈরি হওয়া লঘুচাপটি ছিল বেশ শক্তিশালী। এর প্রভাবে সাগর উত্তাল হয়ে ওঠে। তৃতীয়ত, ১৮ আগস্ট ছিল অমাবস্যা, ফলে সাগরের পানির উচ্চতা এমনিতেই বেড়ে গিয়েছিল। এই তিনটি কারণ একসঙ্গে মিলে জোয়ারের উচ্চতা ও গতি একই সঙ্গে বেড়ে যায়।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দুই দিন ধরে শুরু হওয়া উপকূলীয় বন্যায় মোট ১০টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে বরিশালে কীর্তনখোলা, তেঁতুলিয়া, নয়াভাঙানী নদীর পানি; ঝালকাঠিতে বিশখালী ও ভোলায় সুরমা-মেঘনার জোয়ারের পানি ঘূর্ণিঝড় আম্পানের সময়ের চেয়েও উঁচুতে ওঠে। গত ২১ মে বাংলাদেশ ও ভারতে আঘাত হানা ওই ঝড়ে দেশের উপকূল থেকে উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষতি হয়।

প্রতিনিধি, বরিশাল জানান, অতিবৃষ্টির কারণে বরিশাল শহরের বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ১৫টি ইউনিয়নের অন্তত ৫০ হাজার পরিবার চরম দুর্ভোগে আছে। এসব এলাকার রাস্তাঘাট ও সেতু জোয়ারের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘরবাড়িতে পানি উঠে যাওয়ায় এসব এলাকার লোকজন রাতে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়। চানপুর, চরগোপাল, জয়নগর, ধূলিচর-খাজুরিয়া, শ্রীপুর, গোবিন্দপুর ইউনিয়নের অবস্থা সবচেয়ে খারাপ।

প্রতিনিধি, সাতক্ষীরা জানান, প্রবল বৃষ্টি ও জোয়ারের পানিতে আশাশুনি ও শ্যামনগরের ৬০ গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় আম্পানের সময়ও এসব গ্রামের অধিবাসীরা জলোচ্ছ্বাসের কবলে পড়ে। এসব গ্রামের রাস্তাঘাট, চিংড়িঘের ও ফসলি জমি সব পানিতে একাকার হয়ে গেছে।

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় রাতে বিকট শব্দে বেড়িবাঁধ ভেঙে যায়। বসতি এলাকায় পানি ঢুকে পড়ে। আম্পানের পর রিং বাঁধ দেওয়ায় কয়েকটি গ্রামে পানি কিছুটা কমেছিল। নতুন করে খোলপেটুয়া নদীর পানি বেড়ে যাওয়ায় মানুষ ছুটছে নতুন আশ্রয়ের খোঁজে। রাস্তা, ফসলি জমি কিংবা চিংড়িঘের আলাদা করে চিহ্নিত করার উপায় নেই। চারদিকে শুধু পানি আর পানি।

শ্যামনগরের গাবুরা ইউপির চেয়ারম্যান মাসুদুল আলম জানান, কপোতাক্ষ নদের নেবুবুনিয়া রিং বাঁধের ছয়টি স্থানে বৃহস্পতিবার ভেঙে যায়। শুক্রবার দুপুর ১২টার মধ্যে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তা মেরামত করা হয়। আবার বেলা দুইটার দিকে সাত স্থানে ভেঙে যায়। এতে চারটি গ্রামের দেড় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। ভেসে গেছে চার শতাধিক চিংড়িঘের।

গত বুধবার জোয়ারের পানিতে কয়রা উপজেলার কাজীপাড়া, পুঁটিহারী, হরিণখোলা, কাশিরহাট খোলা, ঘাটাখালী প্লাবিত হয়েছিল। এরপর বৃহস্পতিবার জোয়ারের পানির চাপে ঘাটাখালী, ২ নম্বর ও ৩ নম্বর কয়রায় বাঁধ ভেঙে যায়। মানুষ স্বেচ্ছাশ্রমে বাঁধ আটকে ফেলে। পরে শুক্রবার আবারও সেই বাঁধ ভেঙে যায়।

কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ইমতিয়াজ উদ্দিন বলেন, বুধবার জোয়ারের অতিরিক্ত পানির তোড়ে বাঁধ উপচে বিভিন্ন গ্রামে পানি ঢোকে। বৃহস্পতিবার নতুন করে আবারও কয়েকটি পয়েন্ট ভেঙে যায়। স্বেচ্ছাশ্রমে মেরামত করা পয়েন্টগুলোর কয়েকটি শুক্রবারের জোয়ারের চাপে ভেঙে যায়। গতকাল শনিবারও জোয়ারের উচ্চতা বেশি ছিল। মানুষ স্বেচ্ছাশ্রমে কাজ করে যাচ্ছে, তবে এখনো পানি ঢোকা রোধ করা যায়নি। সূত্র: প্রথম  আলো

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত