29 C
ঢাকা, বাংলাদেশ
দুপুর ১২:১৯ | ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
জার্মানির কিছু কোম্পানি তুলনামূলক বেশী পরিবেশবান্ধব
আন্তর্জাতিক পরিবেশ পরিবেশ গবেষণা

জার্মানির কোম্পানিগুলো তুলনামূলক বেশী পরিবেশবান্ধব

সমীক্ষার তথ্য: জার্মানির কিছু কোম্পানি তুলনামূলক বেশী পরিবেশবান্ধব

পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন কোম্পানি গুলোর ভিতর জার্মানির অনেকগুলো কোম্পানি তুলনামূলকভাবে বেশী পরিবেশবান্ধব হিসাবে স্বীকৃতি অর্জন করেছে। লন্ডনে এক অলাভজনক প্রকল্পের অতিসম্প্রতি করা একটি সমীক্ষার ফলাফল থেকে এই তথ্যটি বেরিয়ে এসেছে৷

লন্ডনে কার্বন ডিসক্লোজার প্রকল্পের সাম্প্রতিক করা বার্ষিক সমীক্ষার ফলাফল থেকে বেরিয়ে আসা তথ্যটি এ বছর ২০২১ এর শুরুতে প্রকাশ করা হয়। ফলাফলে জার্মানিতে এমন ঊনিশটি কোম্পানি রয়েছে যেগুলো পরিবেশ সুরক্ষায় পানি বা কাঠ ব্যবহার করে পরিবেশবান্ধব হিসেবে শীর্ষ গ্রেড বা এ পেয়েছে৷



কোম্পানিগুলোর মধ্যে রয়েছে চেইন কোম্পানি মেট্রো এবং জালান্ড্রো, টেকনোলজি কোম্পানি বশ, কেমিকেল কোম্পানি বিএএসএফ এবং ইস্পাত কোম্পানি থাইসেনক্রুপ৷ অন্যদিকে ফ্রান্সের আঠারোটি কোম্পানির মধ্যে ১টিতে শীর্ষ গ্রেড বা এ পেয়েছে৷ জরিপের মূল্যায়নটি করা হয় কোম্পানিগুলোর কার্বন ডিসক্লোজার প্রকল্পকে প্রশ্নপত্রের মাধ্যমে দেওয়া তথ্যের ভিত্তিতে৷

শেয়ারহোল্ডার এবং জনসাধারণের পরিবেশ সচেতনতার বিষয়টি জানার জন্যই জরিপটি করা হয়। বিগত বছর গুলোর তুলনায় জার্মানির পারফরম্যান্স শতকরা ৯০ শতাংশ উন্নত হয়েছে বলে সমীক্ষার প্রতিবেদনে বলা হয়েছে৷

বিশ্বব্যাপী ৫হাজার ৮শো এরও বেশি অংশগ্রহণকারী সংস্থার মধ্যে কেবল ৫শতাংশ জরিপে শীর্ষ গ্রেড অর্জন করেছে৷ এর মধ্যে ৪০ভাগেরও বেশি ইউরোপীয় কোম্পানি আর শতকরা ২০ ভাগে মার্কিন সংস্থাগুলির অবস্থান। জরিপে অংশ নেওয়া কোম্পানিগুলোর প্রায় চার ভাগের তিন ভাগই সি বা ডি গ্রেড পেয়েছে৷

এনএস/কেএম (ডিপিএ)

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত