30 C
ঢাকা, বাংলাদেশ
রাত ৩:২৮ | ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বঙ্গাব্দ
গ্রীন পেইজ
এ বছর বিডিএসআই পুরস্কার জিতে নিলো ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান
জাতীয়

এ বছর বিডিএসআই পুরস্কার জিতে নিলো ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান

এ বছর বিডিএসআই পুরস্কার জিতে নিলো ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠান

এ বছর বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন (BDSI) অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকা প্রকাশ করা হয়েছে। পনেরটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে ডিজিটাল সামাজিক উদ্ভাবনের বৈশ্বিক এই প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন ৮ ব্যক্তি এবং ৭ প্রতিষ্ঠান।

মঙ্গলবার (২৫ মে) পুরস্কারপ্রাপ্তদের এই তালিকা প্রকাশিত হয়েছে। এর আগে মে মাসের প্রথম থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং তিনটি ধাপে বাছাই চলে। সারাবিশ্বের জন্য উন্মুক্ত, এ বছরের প্রতিযোগিতায় ১৫২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মনোনয়ন দেওয়া হয়েছিল। সেখান থেকে ১৫ ক্যাটাগারির বিজয়ীর তালিকা চূড়ান্ত করা হয়েছে।



এ বছর প্রতিষ্ঠান,সংস্থা ও দলগতভাবে যারা বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন তারা হলো—
  • ১. লাইটার অব লাইট বাংলাদেশ (বেস্ট ইনোভেটিভ আইডিয়া),
  • ২. ইঞ্জিনিয়ারস হাব বিডি (ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট) ,
  • ৩. ইয়ুথ প্রেনিয়ার নেটওয়ার্ক (ভলান্টিয়ার লিডারশিপ),
  • ৪. কিপ স্মাইল ফাউন্ডেশন (সোস্যাল ইনক্লুশন),
  • ৫. স্টাডি বুথ-লার্ন টুগেদার (অনলাইন ভলান্টিয়ার ক্যাম্পেইন),
  • ৬. বহ্নিশিখা (ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট) এবং
  • ৭. ইন্ট্যারন্যাশনাল ইয়ুথ চেঞ্জ মেকার (ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট)।
ব্যক্তি হিসেবে যে ৮ জন এবারের বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২১ পেয়েছেন তারা হলেন—
  • ১. পলক শর্মা, সহপ্রতিষ্ঠাতা, গ্রিন গভর্ন্যান্স ইনিশিয়েটিভ সেন্টার, ভারত (ভলান্টিয়ার লিডারশিপ),
  • ২. অলোক চন্দ্র দাস, প্রতিষ্ঠাতা, অনুশীলন সমাজকল্যাল সংস্থা (ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট),
  • ৩. আনিকা শুভা আহমেদ উপমা, সভাপতি, ইভোল্যুশন ৩৬০ (ভলান্টিয়ার লিডারশিপ),
  • ৪. শাহেস্তু আবিদা ভিরাওয়াসিই, লিড ফাউন্ডার, ইয়ং সিইএ, ইন্দোনেশিয়া, (ভলান্টিয়ার লিডারশিপ),
  • ৫. সাজিয়া আফরিন সুলতানা, শিক্ষার্থী (ইন্টিগ্রেটেড কমিউনিটি ডেভেলপমেন্ট),
  • ৬. মো: মোহসিন, ক্যাপ্টেন, বাংলাদেশ হুইল চেয়ার ক্রিকেট টিম (ভলান্টিয়ার লিডারশিপ) ,
  • ৭. মুনতাসির মুন, ব্র্যান্ড ম্যানেজার, আকিজ ফুড (সোস্যাল ইনক্লুশন), এবং
  • ৮. সৈয়দা নাজনীন আহমেদ সিলভি, শিক্ষার্থী (ভলান্টিয়ার লিডারশিপ)।

বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরামের (BDSIF) সভাপতি মো. আলী আকবর আশা বলেন, বাংলাদেশ ডিজিটাল সোস্যাল ইনোভেশন ফোরাম জাতিসংঘের মজবুত উন্নয়ন লক্ষ্যমাত্রার অংশীদার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে থাকেন। আমরা যুব সমাজের প্রযুক্তিগত সামাজিক উদ্ভাবনীমূলক কাজের সম্মাননা দেওয়ার মাধ্যমে তরুণদের সামাজিক পরিবর্তনমূলক কাজ এবং মজবুত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উৎসাহিত করে থাকি।

আলী আকবর বলেন, এবারের আয়োজনের চূড়ান্ত বিজয়ীদের জন্য রয়েছে স্কলারশিপ ও ফেলোশিপ এবং স্পনসরশিপের মাধ্যমে অর্ধেক খরচে উন্নত বিশ্বের দেশগুলোতে অভিবাসনের সুযোগ। বিজয়ীরা পরবর্তী ধাপে অ্যাসেসমেন্ট ফরম পূরণের মাধ্যমে এই সুযোগ সুবিধা নিতে পারবেন।

বিডিএসআইএফ সেক্রেটারি শরীফ মাহমুদ জানান, আগামী ১১ জুলাই বাংলাদেশ এবং কানাডা আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করবে। বাংলাদেশে সংগঠনের সহসভাপতি মো. ইব্রাহীম হোসেন এবং কানাডায় সভাপতি মো. আলী আকবর আশা, এই আয়োজনের দায়িত্বে আছেন। বিডিএসআইয়ের অফিশিয়াল ওয়েবসাইট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

“Green Page” কে সহযোগিতার আহ্বান

সম্পর্কিত পোস্ট

Green Page | Only One Environment News Portal in Bangladesh
Bangladeshi News, International News, Environmental News, Bangla News, Latest News, Special News, Sports News, All Bangladesh Local News and Every Situation of the world are available in this Bangla News Website.

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। আমরা ধরে নিচ্ছি যে আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি ইচ্ছা করলেই স্কিপ করতে পারেন। গ্রহন বিস্তারিত