বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানের / ঘটনার ধারণকৃত ছবি পর্যবেক্ষণ করলেই প্রমাণীত হয় জলবায়ু পরিবর্তন কোনও রসিকতা নয়
– রহমান মাহফুজ
শহরকে শহর বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে, সারা বিশ্বের বন সব দাবাদাহে পুড়ে যাচ্ছে এবং গলে যাচ্ছে পূথিবীর সব হিমবাহ। মানুষের ক্রিয়াকলাপের ফলেই দিনকে দিন পরিবেশের বিপর্যয় ঘটচ্ছে। যদি আমরা আমাদের ক্রিয়াকলাপ এরুপভাবে চালাতে থাকি তবে খুব শীঘ্রই আমরা আমাদের একমাত্র গ্রহটি ধংস করে দিব এবং জলবায়ু কর্মীরা যেমন বলছে, “আমাদের থাকার জণ্য আর কোন ২য় গ্রহ নাই।” তাই আর দেরী না করে এখনই যদি আমরা একসাথে কাজ শুরু করি, তবে এ ধংসের কবল হতে আমরা আমাদের পৃথিবীটা রক্ষা করতে পারব। যেহেতু থাকার জন্য আমাদের আর কোনও বিকল্প ব্যবস্থা নেই, সেহেতু আর নষ্ট করার মত সময়ও আমাদের হাতে নেই। নিন্মে প্রদত্ত বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা/স্থানের ধারণকৃত ছবিসমূহ তুলনা/পর্যবেক্ষণ করলেই জলবায়ু পরিবর্তনের প্রভাবে যে পৃথিবীটা ক্রমশই ধংসের দিকে ধাবিত হচ্ছে তা সহজেই অনুমেয়।
১। পেডারসেন হিমবাহ, আলাস্কা, যুক্তরাষ্ট:
![পেডারসেন হিমবাহ, আলাস্কা,](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/Alaska-3-239x300.jpg)
১০০ বছর আগের দৃশ্য এবং এখনকার দৃশ্য
![পেডারসেন হিমবাহ, আলাস্কা,](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/Alaska-300x218.jpg)
![পেডারসেন হিমবাহ, আলাস্কা,](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/Alaska-2-300x194.jpg)
২। বিশ্বের বৃহত্তম জলপ্রপাত ভিক্টোরিয়া আজ জলের অভাবে মরে যাচ্ছে
এ জলপ্রপাতটি আফ্রিকা মহাদেশের জিম্বাবুয়ে ও জাম্বিয়ার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। দক্ষিণ আফ্রিকার চরম খরার কবলে পড়ে জলপ্রপাতটি এখন শুকিয়ে যেতে বসেছে। এ জলপ্রপাতটিতে জিম্বাবুয়ে ও জাম্বিয়ার বেশ কয়েকটি জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে এবং জলপ্রপাতটি ঘিরে দু’দেশের বিশাল পর্যটন ব্যবসা গড়ে উঠেছে। জলপ্রপাতটিতে জলের প্রবাহ কমিয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদনসহ উভয় দেশের পর্যটনে ধ্বস নেমেছে।
![বিশ্বের বৃহত্তম জলপ্রপাত ভিক্টোরিয়া আজ জলের অভাবে মরে যাচ্ছে](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/Victoria-Falls-239x300.jpg)
৩। সারা বিশ্বের সব বন ( বন্য প্রাণীসহ) পুড়ে নিচিহ্ন হয়ে যাচ্ছে।
আমাজান বন ও বনের পশু- পাখি পুড়ছে
![আমাজান বন ও বনের পশু- পাখি পুড়ছে](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/Amazon-243x300.jpg)
ইন্দোনেশিয়া বন পুড়ছে ও পুড়ে যাওয়া বনের পশু
যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়ার ন্যাশনাল পার্ক পুড়ছে এবং পুড়ে মারা যাওয়া বনের পশু
দাবাদাহে পুরো অস্ট্রেলিয়ায় আগুনে বনসমূহ পুড়ছে এবং আগুনে মৃত পশুর ছবি।
![অস্ট্রেলিয়ার দাবানলে বন্যপ্রাণীসহ প্রাণ হারিয়েছে প্রায় ৫০ কোটি প্রাণী!](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/2145-300x188.jpg)
৪। বন্যার পানিতে বিশ্বজুড়ে শহরকে শহর তলিয়ে যাচ্ছে।
২০১৯ সালের বন্যায় ভেনিস শহর তলিয়ে যায়
![২০১৯ সালের বন্যায় ভেনিস শহর তলিয়ে যায়](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/flooded-212x300.jpg)
২০১৯ সালের বন্যায় ইটালির রোম শহর তলিয়ে যায়
২০১৯ সালের বন্যায় বিহারের রাজধানী পাটনা।
![](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/Floods-in-Bihar-784x441-1-300x169.jpg)
৫। আইসল্যান্ডের ওকজোকুল হিমবাহকে মনে রাখার জন্য স্মৃতিরক্ষার কাজ করা হয় আগস্ট ২০১৯ তে।
ওকজাকুল (ওকে হিমবাহ) আইসল্যান্ডের আগ্নেয়গিরি পাহাড়ের ওকের শীর্ষে অবস্তিত একটি হিমবাহ ছিল। হিমবাহটিকে ২০১৪ সালে মৃত ঘোষণা করা হয়। ২০১৮ সালে, নৃতত্ত্ববিদ সাইমন হো ও রাইস বিশ্ববিদ্যালয়ের ডমিনিক বয়ের উহার ক্ষতির বিষয়ে একটি ডকুমেন্টারি ফিল্ম করেন এবং একটি স্মরণীয় ফলকের প্রস্তাব দিয়েছিলেন। এই ফলকটি ১৮ই আগস্ট, ২০১৯ এ স্থাপন করা
![আইসল্যান্ডের ওকজোকুল হিমবাহ](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/Okjokull-Glacier-300x180.jpg)
৬। জলবায়ুর পরির্তণের প্রভাবে বিশ্বের বৃহত্তম প্রবালপ্রাচির গ্রেট বেরিয়ার এর ৮৯% নতুন প্রবালের বিলুপ্তি ঘটেছে
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড উপকূলে কোরাল সাগরে অবস্থিত দ্য গ্রেট ব্যারিয়ার রিফটি বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর যার আয়তন প্রায় ৩৪৪,৪০০ বর্গ কিলোমিটার। প্রায় ২,৩০০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে ২,৯০০ টি পৃথক রেফ এবং ৯০০ টি দ্বীপ নিয়ে গঠিত।
![বিশ্বের বৃহত্তম প্রবালপ্রাচির গ্রেট বেরিয়ার](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/Great-Barrier-Reef-1-239x300.jpg)
৭। নিন্মে একটি হিমবাহের পূর্বের এবং পরের ছবিতে দেখা যাচ্ছে যে, সম্পূর্ণ হিমবাহটি জলে পরিনত হয়েছে।
![হিমবাহটি জলে পরিনত হয়েছে](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/glacier-212x300.jpg)
৮। চিলর পাইন শহরের সান্তিয়াগোর উপকন্ঠের অকিউলিউ হ্রদটি মাত্র ৬ বছরে শুকিয়ে যায়
![](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/Aculeo-Lake-215x300.jpg)
৯। পৃথিবীর সর্বোচ্চ মাটির থিওয়েটারস্ক্লুফ বাঁধটি জল শুকিয়ে যাওয়ায় অকার্যকর হয়ে পড়েছে।
বাঁধটি দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ ভিলিয়ার্সডর্পের কাছে সোনডেরেন্ড নদীর তীরে অবস্থিত।কেপটাউনের ৪ মিলিয়নেরও বেশি পৌরবাসীর জল সরবাহসহ শিল্প ব্যবহারের পাশাপাশি সেচের প্রয়োজনে এটি ১৯৭৮ সালে নির্মাণ করা হয়েছিল।
![থিওয়েটারস্ক্লুফ বাঁধটি জল শুকিয়ে যাওয়ায় অকার্যকর](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/Theewaterskloof-Dam-239x300.jpg)
১০। গঙ্গা নদীর ভয়াবহ বন্যার প্রতিবছরেই ভারতের বহুশহরের মানুষকে ঘর ছাড়া করে।
২০১৯ সালের ভারতের বিহার ও এলাহাদবাদ গঙ্গানদীর বন্যায় ডুবে যায়
![২০১৯ সালের ভারতের বিহার ও এলাহাদবাদ গঙ্গানদীর বন্যায় ডুবে যায়](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/ganga-7591-300x167.jpg)
১১। যমুনা নদীর ভয়াবহ বন্যার প্রতিবছরেই বাংলাদেশের নদীর তীরবাসীগনকে ঘর ছাড়া করে।
২০১৯ সালের বণ্যায় যমুনা নদীর ডান তীরের বাঁধ ভেঙ্গে বাংরাদেশের গাইবান্ধা জেলা শহর ও সম্পূর্ণ জেলা বন্যার পানিতে তলিয়ে যায়্
১২। ২০১৪ সালের বন্যায় সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা শহরটি সম্পূর্ণভাবে যমুনা নদীতে বিলীন হয়ে যায়।
![বন্যায় সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা শহরটি সম্পূর্ণভাবে যমুনা নদীতে বিলীন হয়ে যায়](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/Plastic-Brick-Recovered-2-300x124.jpg)
![সিরাজগঞ্জ জেলার চৌহালী উপজেলা](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/image034-300x200.jpg)
১৩। ২০১৮ সালে পদ্মা নদীর ভাঙ্গণে শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলা শহর নদীতে বিলীন হয়ে যায়
![শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলা](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/image036-300x168.jpg)
১৩। উর্মিয়া হ্রদের পানি লাল রং ধারণ করেছে এবং শুকিয়ে যাচ্ছে
উর্মিয়া হ্রদটি ইরানের একটি লবণ হ্রদ। এ হ্রদটির পূর্ব আজারবাইজান ও ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশ এবং ক্যাস্পিয়ান সাগরের দক্ষিণ অংশের পশ্চিমে অবস্থিত।
![উর্মিয়া হ্রদের পানি লাল রং ধারণ করেছে এবং শুকিয়ে যাচ্ছে](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/Lake-Urmia-246x300.jpg)
১৪। সারা বিশ্বের সকল বন পুড়ে যাচ্ছে এবং প্রকৃত আমাজান জঙ্গল কিভাবে পুড়ছে নীচের ছবিতে দেখা যাচ্ছে।
১৫। মিসিছিপি (Mississippi) নদীর বন্যার পানিতে কিভাবে যুক্তরাষ্টের মিসিছিপি নগরী ডুবে গিয়েছে তার ছবি দেয়া হল।
![](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/Mississippi-River-220x300.jpg)
১৬। মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রিনেল হিমবাহটি এখন মাত্র হিমাবাহের মত বলা যেতে পারে
ইহা মন্টানার রাজ্যের গ্লিসিয়ার জাতীয় উদ্যানের কেন্দ্রস্থলে অবস্থিত। হিমবাহটির নাম জর্জ বার্ড গ্রিনেল, যিনি প্রথম আমেরিকান সংরক্ষণবাদী এবং অন্বেষণকারী ছিলেন, তার নামকরণ করা হয়েছিল। । তিনি হিমবাহ জাতীয় উদ্যানের সুনিশ্চিত করারও প্রবল সমর্থনকারী ছিলেন।
১৭। মাত্র ৩ বছরেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়া হ্রদ সম্পূর্ণভাবে শুকিয়ে যায়
![মাত্র ৩ বছরেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোনিয়া হ্রদ সম্পূর্ণভাবে শুকিয়ে যায়](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/Grinnell-Glacier-300x222.jpg)
১৮। ২০০৭ সলের ঘূর্ণিঝড় আইলা
![২০০৭ সলের ঘূর্ণিঝড় আইলা](https://www.greenpage.com.bd/wp-content/uploads/2020/01/আইলা-300x194.jpg)
Sources:
1. Bright Side
2. CHRISTIAN MIRANDA/AFP/East News
3. Google Images
4. Preview photo credit CHRISTIAN MIRANDA/AFP/East News