মোঃ রাজিবুল ইসলাম (রাজিব): হঠাৎ রাজধানীর আকাশ কালো মেঘে ছেয়ে গেলো। কিছুক্ষন পরেই শুরু হলো ঝড়ো হাওয়াসহ তুমুল বৃষ্টি। কালবৈশাখী তার চরিত্রের কিছুটা দেখিয়ে গেল আজ।
আজ বৃহস্প্রতিবার (২৩ এপ্রিল ২০২০ ) বিকাল ৩টা ৫৬ মিনিটে হঠাৎ কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর ঢাকার আকাশ। কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পরেই শুরু হলো দমকা ও ঝড়োহাওয়াসহ তিুমুল বৃষ্টিপাত। এবার বৈশাখে রাজধানীর বুকে এটাই হয়তো বড় ধরনের বৃষ্টি। বৃষ্টিতে ঢাকা কিছু এলাকায় নিচু গলির মধ্যে পানি বেঁধে থাকতে দেখা যায়। তবে অন্যান্য সময় সামাণ্য বৃষ্টিপাতে যেসকল রাস্তা পানিতে তলিয়ে যেতো সেসকল রাস্তা পানি বেঁধে থাকতে দেখা যায়নি। যদি রাজধানীর রাস্তার উন্নয়ন কাজ এখনো চলমান অবস্থায় রয়েছে। করোনা মহামারিতে রাস্তা গুলো ঠিকমতো পরিষ্কার না কারার জন্য রাস্তার কিছু কিছু স্থানে জমে আছে ময়লা আবর্জনা।
হঠাৎ আসা বৃষ্টিতে রাজধানীবাসী উপভোগ করে এক শীতল আবহাওয়া। প্রকৃতি কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে যায়। চারিদিকে উড়তে থাকে রাস্তায় জমে থাকা কাগজ আর ময়লা আবর্জনাগুলো।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগেই বলা হয়েছিলো কালবৈশাখী আঘাত হানতে পারে। অন্যদিকে দেশের বিভিন্ন উপকূলীয় অঞ্চলে দেখিয়ে যেতে বলা হয়েছিলো সতর্ক সংকেত।
বিকালের বৃষ্টিতে আবহাওয়া শীতল হওয়া হয়তো কিছু সময় এমন অবস্থায়ই স্থির থাকবে বলে আশা করা যাচ্ছে।