সারাদেশে আজ আবহাওয়া প্রধানত শুষ্ক ও আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।এছাড়া সাগরে সৃষ্ট লঘুচাপের বর্ধিতাংশটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
তাছাড়াও পরবর্তী তিনদিনের পূর্বাভাসে বলা হয়, সোমবারের শেষের দিকে হালকা বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ক্ষেত্রে বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
গতকাল শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় আজ (শনিবার) সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৫৮ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে।