সোনাদিয়া দ্বীপ রক্ষায় আইনি নোটিশ
সোনাদিয়া দ্বীপে বন নিধন বন্ধ এবং অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদ বন্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সচিব, বিইজেডএ, পরিবেশ ও বন সংশ্লিষ্ট বিভিন্ন দফতর, কক্সবাজারের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ ১২ জনকে এ নোটিশ পাঠানো হয়েছে।
রবিবার আইনজীবী মো. রহিম উল্লাহ, মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সাংবাদিক এম আজিজ সিকদার, মো. ইউনুস ও সিরাজুল মোস্তফা রুবেলের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন নোটিশটি পাঠান।
নোটিশে বলা হয়েছে, কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন সোনাদিয়া দ্বীপ ও আশপাশের এলাকায় বিস্তৃত ম্যানগ্রোভ ফরেস্ট অবস্থিত। ১৯৯৯ সালে সরকার সোনাদিয়া দ্বীপকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে।
সম্প্রতি এই দ্বীপ ও আশপাশের এলাকা, যেমন— ঘটিভাংগা, তাজিয়াকাটা ও হামিদারদিয়া এলাকায় ম্যানগ্রোভ ফরেস্ট নিধন করে অবৈধ চিংড়ি ঘের তৈরির মহাযজ্ঞ চলছে।
কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনও দৃশ্যমান পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। এই বিষয়ে আশু ব্যবস্থা নিতে নোটিশে বিবাদীদের সোনাদিয়া দ্বীপে ম্যানগ্রোভ ফরেস্ট নিধন বন্ধ এবং অবৈধ চিংড়ি ঘের উচ্ছেদে তড়িৎ পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।
অন্যথায় এ বিষয়ে প্রতিকার চেয়ে আদালতে রিট দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।