সাভারে ভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কৃষি জমিতে অবৈধভাবে গড়ে উঠা ইটভাটাগুলোতে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।এসময় ৩টি ইটভাটা সম্পূর্ণ ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং ৬০ লাখ টাকা জরিমানা করা হয়।গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়।এতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম নেতৃত্ব দেন ।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাকসুদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বিভিন্ন অনিয়মে তিনটি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৬০ লাখ টাকা জরিমানা করে ইটভাটাগুলো সম্পূর্ণ ভেঙ্গে দেওয়া হয়েছে।তোহা ব্রিকস, এমবিএন ব্রিকস ও মেসার্স তাহমিনা ব্রিকস। ভাটাগুলোর প্রতিটিকে ২০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
এসময় তিনি আরও জানান, বায়ু দূষণের কারণে হাইকোর্ট ঢাকার আশপাশে সকল ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন। সেখানে উল্লেখ ছিল, ‘ঢাকার পার্শ্ববর্তী নদীর আশপাশে কোনো ধরনের বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলা যাবেনা।’ সেই অনুযায়ী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা সাভারে এই অভিযান পরিচালনা করি।পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফুল ইসলাম ও মাহাবুবুর রহমান খান, পরিদর্শক মাহমুদা খাতুন, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।