ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে গাবুরায় একমাত্র সুপেয় পানির উৎস সরকারের ‘দৃষ্টিনন্দন প্রকল্প’টি নোনা পানিতে তলিয়ে যাবে। এতে ইউনিয়ন জুড়ে খাবার পানির ভয়াবহ সংকট তৈরি হবে
ঘূর্ণিঝড় আম্পানের রেশ কাটিয়ে উঠতে না উঠতেই উপজেলার নদী বেষ্টিত চর ইউনিয়ন গাবুরায় ফের ভয়াবহ নদী ভাঙন শুরু হয়েছে।
গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর ২০২০) ভোরে ইউনিয়নের গাবুরায় সরকারি দৃষ্টিনন্দন প্রকল্প সংলগ্ন ট্রলার ঘাটটি খোলপেটুয়া নদীতে বিলীন হয়ে যায়। এ সময় স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। নদীর প্রবল স্রোতে ভাঙনের মাত্রা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে বলে জানান স্থানীয়রা।
গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, রবিবার ভোরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ৩০০ ফুটের বেশি খোলপেটুয়া নদীতে খাড়াভাবে ধসে পড়ে। ওই স্থানে নির্মিত ট্রলার ঘাটটি নদীতে বিলীন হয়ে যায়। নদীর প্রবল স্রোতে ভাঙন ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে গাবুরায় একমাত্র সুপেয় পানির উৎস সরকারের ‘দৃষ্টিনন্দন প্রকল্প’টি নোনা পানিতে তলিয়ে যাবে। এতে ইউনিয়ন জুড়ে খাবার পানির ভয়াবহ সংকট তৈরি হবে।
ভাঙন রোধে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এ বিষয়ে শ্যামনগর উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) রাশিদুর রহমান বলেন, “ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।” সূত্র: ঢাকা ট্রিবিউন