ফরিদপুরের চরভদ্রাসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস এবং ৫ জেলেকে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭ টা হতে বেলা ১১ টা পর্যন্ত এক্সিকিউটিভ ম্যাজিট্রেট বায়েজিদুর রহমান পদ্মা নদীতে এ অভিজান পরিচালনা করেন। এ সময় তার সাথে ছিলেন ক্ষেত্র সহকারী শামীম আরেফীন ও ব্যাটেলিয়ান আনসার।
অবৈধ মাছ শিকারীরা হলেন সদরপুর উপজেলার চর নাসিরপুর ইউনিয়নের ইব্রাহিম মুন্সির ডাঙ্গী শহিদ গনি (৪৯), চান মিয়া হাওলাদার (৬৫), নাজের মোহন হাজির ডাঙ্গী গ্রামের শফি মাতুব্বর (৪০), মো: শিপন মাতুব্বর (২৩) ও ডেউখালী ইউনিয়নের ইমন হাওলাদার (২২)।
জব্দকৃত জাল গোপালপুর ঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং মাছ এমপি ডাঙ্গী মাদ্রাসায় বিতরণ করা হয় বলে জানা গেছে।