আগামী মঙ্গলবার (২৪ ডিসেম্বর ২০১৯) থেকে বাংলাদেশ সচিবালয়ের চারপাশ নীরব এলাকা হিসেবে গণ্য করা হবে। এদিন থেকে জিরো পয়েন্ট, পল্টন মোড় ও সচিবালয় লিংক রোড হয়ে জিরো পয়েন্ট এলাকায় চলাচলকারী যানবাহনগুলোর চালকদের কোনো ধরনের হর্ন না বাজানোর অনুরোধ করেছে বাংলাদেশ সরকার।
গতকাল রবিবার (১৫ ডিসেম্বর ২০১৯ ) সরকারি তথ্যবিবরণীতে এ কথা বলা হয়। যাতে বলা হয়, এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে হর্ন বাজালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী প্রণীত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা মোতাবেক নিষেধাজ্ঞা ভঙ্গ করে নীরব এলাকায় যানবাহনে হর্ন বাজানোর অপরাধে দোষী সাব্যস্ত হলে প্রথম অপরাধের জন্য অনধিক ১ (এক) মাস কারাদণ্ড বা অনধিক ৫ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া হবে। পরবর্তী অপরাধের জন্য অনধিক ৬ (ছয়) মাস কারাদণ্ড বা অনধিক ১০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দেওয়া যাবে।