শিল্পাঞ্চল গড়ে তোলা এবং শিল্প প্রসারের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংরক্ষণে ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র জাতীয় রফতানি ট্রফি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আজকে কিন্তু বাংলাদেশ অর্থনীতিতে পরনির্ভরশীল নয়, আমরা নিজের পায়ে দাঁড়ানোর মতো প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছি মাত্র। প্রধানমন্ত্রী এসময় বলেন, ৯০ ভাগ প্রকল্প নিজেদের অর্থয়ানে বাস্তবায়ন করছি।
শেখ হাসিনা আরও বলেন, শিল্পাঞ্চল গড়ে তোলা, ব্যবসায়ীদের পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখাতে হবে।শিল্প উন্নয়নের পাশাপাশি ব্যবসায়ীদের বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশ সংক্ষরণে গুরুত্ব দিতে হবে। নানা ধরনের বর্জ্য যেমন- হার্ড ওয়েস্টের মধ্যে সলিড ওয়েস্ট, লিকুইড ওয়েস্ট- এগুলো ব্যবস্থাপনা করবেন। শিল্পাঞ্চল গড়ে তোলার শুরু থেকে পরিকল্পনা করতে হবে।তাহলে পরিবেশ রক্ষা সহজ হবে দেশ ও মানুষের কল্যাণ হবে।
তিনি বলেন, আমি সরকার গঠনের পর, বেসরকারি খাতকে সহযোগিতা করে আসছি। আমি চেয়েছি দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি খাত এগিয়ে আসুক। এজন্য বেসরকারি খাত উন্মুক্ত করে দিয়েছিলাম। বেসরকারি খাতের উন্নয়ন হলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে।
বৃষ্টির পানি সংরক্ষণ করার বিষয়ে তিনি আরো বলেন, আপনারা আরেকটি বিষয়ের প্রতি লক্ষ রাখবেন, আর তা হলো প্রতিটি কারখানায় একটি জলাধর রাখা প্রয়োজন, বৃষ্টির পানি যাতে করে সংরক্ষণ করা যায়।আর এই পানি আগুন লাগা বা দুর্ঘটনা ঘটলে ব্যবহার করা যাবে। একইসাথে ব্যাপকভাবে রোপণ করতে হবে বৃক্ষ।