লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ বাতিল চেয়ে বিশিষ্টজনদের চিঠি
লাঠিটিলা সংরক্ষিত বনভূমিতে সাফারি পার্ক নির্মাণ প্রকল্প বাতিল চেয়েছেন দেশের ৭ জন বিশিষ্ট নাগরিক। যাঁদের মধ্যে অধিকারকর্মী এবং পরিবেশবাদী সংগঠকেরা রয়েছেন।
তাঁরা মৌলভীবাজারের জুড়ি উপজেলায় দেশের গুরুত্বপূর্ণ ওই বনে সাফারি পার্ক নির্মাণের পরিকল্পনাকে সংরক্ষিত বনের সঙ্গে সাংঘর্ষিক ও অবিবেচনাপ্রসূত বলে মন্তব্য করেছেন।
বিশিষ্টজনেরা সরকারের সংশ্লিষ্ট কয়েকজন মন্ত্রী ও সচিবের উদ্দেশে দেওয়া এক চিঠিতে এসব দাবি করেন। চিঠিতে তাঁরা বলেন, দেশের আইন অনুযায়ী সংরক্ষিত বনে গাছ কাটা ও অনুমতি ছাড়া প্রবেশ যেখানে আইনিভাবে নিষিদ্ধ, সেখানে সংরক্ষিত বনকে ‘সাফারি পার্ক’–এ রূপান্তর করা মানে ওই বনকে ধ্বংস করার সুযোগ তৈরি করবে।
বিশিষ্টজনেরা বলেন, জনস্বার্থকে উপেক্ষা করে এবং আইনি বিধিনিষেধের ব্যত্যয় ঘটিয়ে শুধু প্রকল্পের স্বার্থে বন বিভাগ তাদের এই সাফারি পার্ক প্রকল্পে বঙ্গবন্ধুর নাম ব্যবহার করেছে, যা অত্যন্ত আপত্তিকরজনক।
তাঁরা আরো বলেছেন, যে বন বিভাগ সংরক্ষিত বন থাকা অবস্থায় অবৈধ দখলদার নিয়ন্ত্রণ করতে পারেনি, সে বন বিভাগ সাফারি পার্ক পরিচালনার মাধ্যমে টিকিট বিক্রি করে আর বনে বিনোদনের মাধ্যম তৈরি করে কীভাবে এই প্রকল্পের মাধ্যমে বন আর বন্য প্রাণী রক্ষা করবে, তা আমাদের বোধগম্য নয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী ছাড়াও অর্থমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রিপরিষদ সচিব, পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লি প্রতিষ্ঠান বিভাগের সদস্য (সচিব) এবং প্রধান বন সংরক্ষক বরাবর এই চিঠিটি দেওয়া হয়েছে।
চিঠিদাতারা হলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের সভাপতি সুলতানা কামাল, নিজেরা করির সমন্বয়ক খুশী কবির, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং উদ্ভিদবিষয়ক লেখক ও গবেষক এবং প্রকৃতিবিষয়ক সংগঠন তরুপল্লবের সাধারণ সম্পাদক মোকারম হোসেন।
সংরক্ষিত বনে সাফারি পার্ক করা কেন সাংঘর্ষিক তার ব্যাখ্যা তুলে ধরে চিঠিতে বলা হয়, দেশের আইনে কোনো বনভূমিকে ‘সংরক্ষিত বন’ ঘোষণার উদ্দেশ্য হলো, বনে অনুপ্রবেশ আর জনসাধারণের যাতায়াত থেকে রক্ষা করা।
সেখানে ‘সাফারি পার্ক’–এর উদ্দেশ্য হলো, ‘দেশি-বিদেশি বন্য প্রাণীকে প্রাকৃতিক পরিবেশে রেখে বংশবৃদ্ধির সুযোগ দেওয়া। তাদের উন্মুক্ত অবস্থায় বিচরণ করতে দেওয়া।’ অর্থাৎ সংরক্ষিত বন আর সাফারি পার্কের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন।
চিঠিতে আরো বলা হয়, বন বিভাগ অবৈধ দখলদার উচ্ছেদের নামে জীববৈচিত্র্যপূর্ণ সংরক্ষিত এ বনভূমিতে সাফারি পার্ক নির্মাণের উদ্যোগ নিয়েছে।
সাফারি পার্ক–সংক্রান্ত বন বিভাগের প্রস্তাবিত প্রকল্পে সংরক্ষিত এই বনভূমিতে গাছ ও পাহাড় কেটে বিভিন্ন শ্রেণির সড়ক, ওয়াকওয়ে, আরসিসি বাঁধ, প্রাণী হাসপাতাল, গুদাম, গাড়ি ও বাস রাখার স্থান, বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটরসহ সাবস্টেশন নির্মাণ, সাইনেজ ও সাউন্ড সিস্টেম স্থাপনসহ নানা অবকাঠামো নির্মাণের প্রস্তাবনা রয়েছে।
চিঠিতে বলা হয়, মৌলভীবাজারে বর্ষিজোড়া ইকোপার্ক, মাধবকু্ল ইকোপার্কসহ কিছু পর্যটনকেন্দ্র রয়েছে। বিভিন্ন গবেষণায় এটি প্রমাণিত যে পর্যটকদের চাপে এবং বন বিভাগের নানা বিতর্কিত প্রকল্প ও কর্মকাণ্ডের কারণে মৌলভীবাজারের প্রাকৃতিক বনভূমি ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকিতে রয়েছে।
বনগুলো ক্রমশ বৃক্ষশূন্য হচ্ছে। ফলে সেখানকার বন্য প্রাণী আবাস হারাচ্ছে। লাঠিটিলার সংরক্ষিত বনকে সাফারি পার্কে পরিণত করলে তা যে এই বন ও এর সমৃদ্ধ জীববৈচিত্র্যকে ধ্বংস করবে, তা দেশের প্রথিতযশা ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের যৌথ গবেষণায় সুস্পষ্টভাবে প্রমাণিত।
বিশিষ্টজনেরা বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশের বনভূমি রক্ষায় সরকারের সাংবিধানিক প্রতিশ্রুতি রয়েছে। তা সত্ত্বেও বন সংরক্ষণে আইনিভাবে দায়িত্বপ্রাপ্ত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এর অধীন বন বিভাগের আওতায় থাকা সংরক্ষিত বনকে সাফারি পার্কে পরিণত করার এমন বিধ্বংসী কর্মকাণ্ড বাস্তবায়িত হলে তা ক্ষমতার অপব্যবহারের একটি নজির সৃষ্টি করবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং বন বিভাগের এমন অদূরদর্শী সিদ্ধান্ত বাতিল করা না হলে প্রশাসনের সঙ্গে পরিবেশবাদী ও সাধারণ জনগণের দূরত্ব বেড়ে যাবে। পরিবেশ প্রশাসনে অনাস্থা সৃষ্টি হবে।
সাফারি পার্ক নির্মাণ প্রকল্প বাতিলসহ এ বনে বনবিরুদ্ধ সব কার্যক্রম অবিলম্বে বন্ধের অনুরোধ এবং নিরপেক্ষ বিশেষজ্ঞদের পরামর্শক্রমে লাঠিটিলা সংরক্ষিত বনের যথাযথ সংরক্ষণের জোরালো দাবি জানিয়েছেন চিঠিদাতারা।