রাজধানীর লালবাগ কেল্লার মোড় বাজারের ঠিক পেছনের রাজনারায়ন সড়কটি ময়লা-আবর্জনায় দিনকে দিন সংকীর্ণ হয়ে যাচ্ছে। রাস্তার পাশে খালি জায়গায় ময়লা ফেলতে ফেলতে তা এখন পুরো রাস্তাই নিয়ে নিয়েছে। স্থানীয়রা জানায়, গত চার-পাঁচ বছরে কেউ পরিষ্কার করেনি এই ময়লা। ময়লার স্তূপ জমতে জমতে এখন দোতলা বাড়ির সমান।
পুরান ঢাকা ঘনবসতি হওয়ায় খালি জায়গা পেলেই ফেলা হয় বর্জ্য, রাজনারায়ন সড়কের ময়লাও স্থানীয়দের ফেলা। ময়লার কারণে রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, তাতেও ময়লা ফেলা থামছে না।
লালবাগ কেল্লার মোড় বাজারের পেছনে রাজনারায়ন সড়কটি এখন আবর্জনার ভাগাড়। স্থানীয়রা জানায়, আগে সড়কটি ছিল ২২ ফুট, এখন তা আছে মাত্র পাঁচ থেকে ছয় ফুট। বাকিটা ময়লার দখলে। সূত্র: bdnews24