যুক্তরাষ্ট্রে গত কয়েক বছরের তুলনায় এ বছর সবচেয়ে বেশি ঝড় আর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।গত শুক্রবার রাতেও দেশটিতে আঘাত হেনেছে মৌসুমের ১০ম ঝড় হারিকেন ডেল্টা। এর প্রভাবে লুইজিয়ানা অঙ্গরাজ্যে অন্তত ১২ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে। তবে দক্ষিণ-পশ্চিম লুইজিয়ানার কিছু অঞ্চলে ১৭ ইঞ্চি পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে শহরে ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাছাড়া প্রবল বৃষ্টির কারণে বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর তথ্যমতে, হারিকেন ডেল্টার শুরুতে ক্যাটাগরি ২ মাত্রার শক্তি থাকলেও দ্রুতই তা শক্তি হারিয়ে ক্যাটাগরি ১ এ নেমে আসে। এরপরও ক্ষয়ক্ষতি কম হয়নি। ঝড়ের কারণে গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে উপকূলের অন্তত ৬ লাখ ১৫ হাজার বাড়িঘর-ব্যবসাপ্রতিষ্ঠান বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে এতে এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
লুইজিয়ানার গভর্নর এডওয়ার্ড জানিয়েছেন, লুইজিয়ানায় দুর্যোগ পরবর্তী উদ্ধার অভিযানে কাজ করছেন তিন হাজারের বেশি ন্যাশনাল গার্ড সদস্য। সেখানকার প্রায় সাড়ে নয় হাজার বাসিন্দাকে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে। রাজ্যটির ২৫ শতাংশ গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তিনি।