আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী আজ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে দেখে দিয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি।
অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে, তাহলে আবারও শীত অনুভূত হবে ? কিন্তু না আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শীত আসবে না অর্থাৎ তাপমাত্রা ঠিক থাকবে। অন্যদিকে আগামীকাল বুধবার থেকে আবারও তাপমাত্রা বৃদ্ধি পাওয়া শুরু করবে।
অন্যদিকে গতকাল সোমবার থেকে আগামী ২৬ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভবনা ছিলো। সম্ভাবনা ছিলো দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ার। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় আর তা হচ্ছে ৩ মিলিমিটার এছাড়াও ঢাকায় ১ মিলিমিটারেরও কম বৃষ্টি রেকর্ড করা হয়।
শীত বিদায় নিল মাত্র কয়েকদিন হলো। আর এরই মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে কিন্তু এমন নয় যে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না। মাঝে মাঝে কিছু গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা পড়ছে।
আবহাওয়া ও পরিবেশ বিষয় আরো খবর পেতে এখানে ক্লিক করুন