মাটির নীচে, সূর্যের আলোয় আর্থ হাউস
সুইজারল্যান্ডের স্থপতি পেটার ভেচ গত ৫০ বছর ধরেই প্রকৃতির মধ্যে বাড়িঘর তৈরি করে আসছেন৷ গোটা ইউরোপজুড়ে তিনি প্রায় একশটি ‘আর্থ হাউস’ তিরি করেছেন৷ যেমন মাটির ঢিপির মধ্যে ভবন৷ কাজের পরিবেশ ভালো৷ জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি সবুজের সমারোহও বাড়তি আকর্ষণ৷
পেটার ভেচ বলেন, ‘এই নির্মাণ পদ্ধতিতে আমার অনেক কম উপাদানের প্রয়োজন হয়৷ নিখুঁত পরিমাপও চাই না৷ একেবারে সেন্টিমিটার ধরে কাজ করতে হয় না, বরং অনুভূতি অনুযায়ী লাগালেই চলে৷ শিশুরা যেমন বালুর স্তূপে দূর্গ বানায়৷ সৃজনশীলতা দেখিয়ে তোরণ কিছুটা উপরে রাখা যায়৷’
পেটার ভেচ কংক্রিট দিয়েই তাঁর ‘আর্থ হাউস’ তৈরি করেন৷ অন্য স্থপতিরা সাধারণত প্রাকৃতিক উপাদানই বেশি ব্যবহার করেন৷ ভবন ও প্রকৃতির মধ্যে বিভাজন প্রায় চোখেই পড়ে না৷ সেগুলি প্রকৃতিরই অংশ হয়ে ওঠে৷ পেটার বলেন, ‘যেমন এখানে ৫০ সেন্টিমিটার পুরু মাটির স্তর রয়েছে, উপর দিকে এক মিটার, ২০ সেন্টিমিটার পর্যন্ত ঢাকা রয়েছে৷ এর ফলে অনেক সবুজ অংশ পাওয়া যায়, অনেক কম অংশ সিল করতে হয়৷ আমরা আবার গাছপালার জায়গা সৃষ্টি করতে পারি৷’
কংক্রিটের জঙ্গলের বদলে সবুজ ঢিপি৷ কিন্তু বাইরেটা এমন হলেও মাটির নীচের ভবনের ভেতরে আলো, শীতাতপ ও উষ্ণতা নিয়ন্ত্রণ কতটা কার্যকর হয়?
গেয়ার্ড হানসেনও প্রায় ৩০ বছর ধরে ‘আর্থ হাউস’ নির্মাণ করছেন৷ তিনি কংক্রিটের বদলে মাটির মোড়কে ঢাকা কাঠের মডিউল ব্যবহার করেন৷ গেয়ার্ড বলেন, ‘ভবনটি আসলে ‘প্যাসিভ হাউস’ হিসেবে তৈরি করা হয়েছে৷ অর্থাৎ খুব ভালো জানালা, খুব ভালো ইনসুলেশনও রয়েছে৷ তবে মাটিও ভবনটির তাপমাত্রার উপর বড় প্রভাব রাখে৷ নীচের দিকে চার মিটার ‘স্লোপ এমব্যাংকমেন্ট’ রয়েছে৷ ছাদের উপর শুধু সবুজের স্তর নয়, বেশ পুরু মাটির স্তর রয়েছে৷ ফলে গ্রীষ্মে ভেতরে মনোরম শীতল পরিবেশ থাকে৷ আর শীতকালেও বেশি হিটিংয়ের প্রয়োজন হয় না৷ হিটিংয়ের জন্য নামমাত্র ব্যয় হয়৷’
আনা ক্নর ছয় বছর ধরে সপরিবারে এমন এক ‘আর্থ হাউস’-এ বাস করছেন৷ প্রথম দর্শনেই তিনি সেই ভবনের প্রেমে পড়েছিলেন৷ ভবনটি দশ মিটার চওড়া এবং মাটির নীচে শিকড় ও পানি নিরোধক বিশেষ মোড়ক দিয়ে ঢাকা৷ সামনে ও পেছনদিকে তিনটি করে কাচের স্তরের বিশাল জানালা রয়েছে৷ ‘আর্থ হাউস’-এর মালিক আনা ক্নর বলেন, ‘নির্মাণের সময় বাসাটি হয়তো কিছুটা অন্ধকার হবে বলে আমাদের মনে দুশ্চিন্তা হচ্ছিল৷
আমার মতে, ‘আর্থ হাউস’ শব্দটি শুনলে সবার আগে মানুষের মনে সেই বিষয়টি ভেসে ওঠে৷ মনে হয় অন্ধকার ও বদ্ধ জায়গা৷ কিন্তু এখানে যথেষ্ট আলো আছে এবং ভবনটি স্বাভাবিকভাবেই প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত৷’
হানসেন নামের নির্মাণ কোম্পানি ভবনটির কাঠের মোড়ক সরবরাহ করেছে৷ কোম্পানি সেটি বসানোর দায়িত্বও নিয়েছে৷ ক্নর পরিবার ভবনের ভেতরের কাজ নিজেরাই করেছে৷ ফলে শেষ পর্যন্ত প্রথাগত পারিবারিক ভবনের তুলনায় অনেক বেশি ব্যয় হয়েছে৷
কিন্তু বাস্তবে মাটির স্তরের নীচে বাস করার অভিজ্ঞতা কেমন? আনা ক্নর মনে করেন, ‘ভবনের ছাদ যে ভালো সেটা আমরা টের পাই, কারণ জ্বালানি ও হিটিংয়ের ব্যয় খুব কম৷ হিটিং ও গরম পানির জন্য মাসে ৬০ ইউরো মাসুল গুনতে হয়৷ মাটি দিয়ে ঢাকা থাকায় আমাদের বাড়ি দ্রুত গরম হয়ে ওঠে না৷ মাটির স্তর শীতকালেও আমাদের উষ্ণতা দেয়৷’
ঢিপির মধ্যে এমন ইনসুলেটেড ভবন সাধারণ জ্বালানি ব্যয়ের প্রায় দুই তৃতীয়াংশ সাশ্রয় করে৷ সেইসঙ্গে মাটির স্তর বৃষ্টির পানি সংগ্রহ করে ভবনের কার্বন ফুটপ্রিন্টও কমিয়ে দেয়৷ আনা ক্নর মনে করিয়ে দেন, খননের সময়ে যে মাটি তোলা হয়েছিল, সেগুলি ছাদের উপর ছড়িয়ে তার উপরটা সবুজ করে তুলেছি৷
আনা ক্নর ‘আর্থ হাউস’-এ থাকার একাধিক সুবিধা টের পাচ্ছেন৷ তবে এমন ভবনে একাধিক তলা রাখা সম্ভব নয়৷ কারণ সে ক্ষেত্রে অ্যাংগেল অত্যন্ত খাড়া হতো, তার উপর মাটি ঢালা সম্ভব হতো না৷
‘আর্থ হাউস’ জার্মানিতে এখনো অত্যন্ত বিরল৷ কিন্তু প্রকৃতির সঙ্গে সম্পৃক্ততা, জ্বালানি সাশ্রয়, নির্মাণের ক্ষতিপূরণের মতো বিষয় ভবিষ্যতে মডেল হয়ে উঠতে পারে৷