মশা কানের কাছে সংগীতচর্চা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন মশার প্রাদুর্ভাবটা ধীরে ধীরে শুরু হবে। এর পরে আসবে ডেঙ্গু। আর এই ব্যাপারে এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেছেন জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের।
আজ মঙ্গলবার ( ১ এপ্রিল ২০২০ ) গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি এসব কথা বলেন।
করোনাভাইরাস মোকাবেলায় সংশ্লিষ্ট মন্ত্রী, বিভাগীয় কমিশনার এবং ৬৪ে জেলার প্রশাসকের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উক্ত ভিডিও কনফারেন্সে অংশ নেন। ঢাকা বিভাগীয় কমিশনারের কথা বলার সময় উপস্থিত ছিলেন মেয়র আতিকুল ইসলাম।
ঢাকা বিভাগীয় কমিশনারের কথা বলার সময় মেয়র আতিকুল ইসলামের উদ্দেশে বলেন, আরো সতর্ক থাকতে হবে। আর সেময়ই তিনি মশা কানের কাছে সংগীতচর্চা করছে বলে মন্তব্য করেন। মেয়রকে বলেন, মশার প্রাদুর্ভাবটা কিন্তু ধীরে ধীরে শুরু হবে। এরপরেই আসবে ডেঙ্গু। সে কারণে এখন থেকেই সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।