ভয়াবহ দাবানলে পুড়ছে সমগ্র অস্ট্রেলিয়া।দাবানলের কারণে অন্তত তিনটি প্রদেশে সতর্কতা জারি করা হয়েছে। দুটি অঙ্গরাজ্যের প্রায় আড়াইশো বাড়ি পুড়ে গেছে। ভিক্টোরিয়া রাজ্যে ৪৩ টি ও নিউ সাউথ ওয়েলসে ২০০ টি বাড়ি পুড়ে গেছে। বিবিসি।
এদিকে নিউ ইয়ার উদযাপনে স্থানীয় সময় ১২ টা ১ মিনিটে সিডনি হারবারসহ বিভিন্ন স্থানে আতশবাজির খেলা শুরু হয়।
জানা যায়, বর্ষবরণের ছুটিতে গতকাল মঙ্গলবার মানুষ দাবানলের কারণে শহর ছেড়ে সমুদ্র পাড়ে আশ্রয় নিতে পারেনি।তবে দাবানলের পরিস্থিতি কিছুটা কমে গেলে ভিক্টোরিয়ার একটি ব্যস্ততম রাস্তা ২ ঘণ্টার জন্য পূনরায় খুলে দেয়া হয়েছে।
দাবানলের এলাকাগুলোতে উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জরুরি প্রয়োজনে হেলিকপ্টারও ব্যবহার করা হবে বলে জানা যায়। গতকাল মঙ্গলবার পর্যন্ত দাবানলে আরো দুইজনসহ মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।ভিক্টোরিয়ায় আরো ৪ জন ও নিউ সাউথ ওয়েলসে ১ জন নিখোঁজ রয়েছে।