ব্রিটেনের শেফিল্ড এবং রটারহ্যামে ভারী বৃষ্টিতের কারণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে, নিকটবর্তী ডন নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় শহরদুটির বেশিরভাগ রাস্তাঘাট তলিয়ে গেছে।
ফলে, ব্যহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। বন্যার পানিতে প্লাবিত হয়েছে বহু ঘরবাড়িও। নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে প্রায় ৩৫টি বাড়ির বাসিন্দাদের।
এছাড়াও, নটিংহ্যামশায়ারের রাইটন নদীর পানি বাড়ায় আশপাশের বহু বাসিন্দাকে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। সাউথ ইয়র্কশায়ারসহ ব্রিটেনের অন্তত ৩৫টি স্থানে বন্যা সতর্কতা জারি করা হয়েছে।