বৈশ্বিক জলবায়ুু বিষয়ক ভার্চ্যুয়াল বৈঠকে নেতৃত্ব দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী বুধবার ওই বৈঠক হবে। বিশ্ব সম্প্রদায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত বৈঠকে ক্লাইমেট ভালনেরাবল ফোরামের (সিভিএফ) বর্তমান চেয়ার হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপ্টেশন (জিসিএ)-এর চেয়ার বান কি মুন, সিভিএফ দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধান, কপ-২৬ এর আয়োজক এবং সহ আয়োজক যথাক্রমে বৃটেন, ইতালি ও নেদারল্যান্ডস, সিভিএফ থিমেটিক অ্যাম্বাসেডরবৃন্দ এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদার প্রমূখ উপস্থিত থাকছেন। ওই ইভেন্টে বাংলাদেশের পররাষ্ট্র এবং পরিবেশ, বন ও জলবায়ুু পরিবর্তন বিষয়ক মন্ত্রীসহ সংশ্লিষ্টরাও অংশ নেবেন বলে জানানো হয়েছে। সূত্র: মানবজমিন