ঘন কুয়াশার সঙ্গে কনকনে বাতাসে রাজধানীতে তীব্র শীত অনুভূত হচ্ছে।দুদিন ধরে সূর্যের দেখা না পাওয়া যাওয়ায় শীত আরও জেঁকে বসেছে।আজ রবিবার (১২ জানুয়ারি ২০২০) সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৬ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে রাজারহাটে।
আজ ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানা যায়।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা আরো কমতে পারে।বাতাসের কারণে শীত বেশি অনুভূত হবে।আগামী দুই-তিন দিন শীতের তীব্রতা একই রকম থাকবে। ১৫ জানুয়ারি থেকে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।